এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার পুরনির্বাচন! লড়াইতে নামতে কি বার্তা দিলেন দলে শুভেন্দু অধিকারী?

এবার পুরনির্বাচন! লড়াইতে নামতে কি বার্তা দিলেন দলে শুভেন্দু অধিকারী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বিধানসভা নির্বাচন কিংবা উপনির্বাচনে হার হলেও গেরুয়া শিবির কিন্তু এত তাড়াতাড়ি হাল ছাড়তে নারাজ। সামনে আসছে পুরনির্বাচন। সূত্রের খবর, আগামী মাসে রাজ্য সরকার রাজ্যের সমস্ত কেন্দ্রে পুরনির্বাচন করাবে। আর এবার পুরভোটকেই পাখির চোখ করছে গেরুয়া শিবির। ইতিমধ্যে বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে বড় বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের পুরভোটে যদি লড়াই করতে ইচ্ছুক হয় কোনো বিধায়, তাহলে অবশ্যই শুভেন্দু অধিকারীকে জানাতে হবে।

তিনি দলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন। শুক্রবার বিধানসভায় নওশার আলী কক্ষে পারিষদীয় দলের সদস্যদের নিয়ে একটি বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন। কার্যত জানা গিয়েছে, ডিসেম্বর মাসে 19 তারিখ বা তার আশেপাশে কলকাতা, হাওড়া এবং বিধাননগর পুরসভার নির্বাচন সম্পন্ন হবে। আর এই তিন পুর এলাকায় এখনো পর্যন্ত বিজেপির কোন বিধায়ক নেই। এই তিনটি কেন্দ্রে পুর নির্বাচন শেষ হলে রাজ্যের অন্যান্য জায়গায় শুরু হবে পুরভোট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এবার পুরভোটে যদি বিজেপি বিধায়করা প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তাহলে অবশ্যই দল তাঁদের সুযোগ দেবার কথা ভাববে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি আরো জানান, প্রার্থী হতে ইচ্ছুক হলে বিরোধী দলনেতাকে যেন দলীয় পদ্ধতি মেনে আবেদন করেন বিজেপি বিধায়করা। প্রসঙ্গত, বিজেপি পারিষদীয় দলে এমন অনেকেই রয়েছেন যারা বিভিন্ন সময় পুরসভার কাউন্সিলর ছিলেন। যেমন- রাণাঘাট পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।

আগামী পুরভোটে জয়ের কথা মাথায় রেখেই এগোচ্ছে গেরুয়া শিবির। তবে আজকের উপনির্বাচনের ফলাফল এক্ষেত্রে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের অধিকাংশ। কার্যত বিজেপি তৃণমূলকে অন্তত এই মুহূর্তে কড়া চ্যালেঞ্জ দেবার জায়গায় নেই। তাও আশা ছাড়তে রাজি নয় গেরুয়া শিবির। পুরভোটে গেরুয়া শিবিরের পারিষদীয় দলের সদস্যদের অনেককেই ভোটের ময়দানে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। এবার দেখার পর পর হারের পরে পুরভোটে গেরুয়া শিবির ঘুরে দাঁড়াতে পারে কিনা!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!