এবার রাজ্যে বিধায়কের গাড়িতে হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে তৃণমূল নদীয়া-২৪ পরগনা রাজনীতি রাজ্য May 21, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য বিধানসভায় এবার কোনো প্রতিনিধি পাঠাতে পারেনি বাম এবং কংগ্রেস। তারা আশা করেছিল, বিজেপি এবং তৃণমূলকে চাপে রেখে সংযুক্ত মোর্চা নতুন দল গঠন হওয়ার পর তাদেরকে সাথে নিয়ে রাজ্য রাজনীতিতে বড় আকারে ছাপ ফেলতে সক্ষম হবে। কিন্তু সেরকম কিছুই হয়নি। তবে বাম এবং কংগ্রেস একজন প্রতিনিধিও রাজ্য বিধানসভায় পাঠাতে না পারলেও, বিজেপির 77 জন প্রতিনিধির পাশাপাশি বিরোধী আসনে সংযুক্ত মোর্চার ভাঙ্গড়ের প্রার্থী জয়লাভ করে বিধানসভায় পা রেখেছেন। অর্থাৎ বাম, কংগ্রেস এবং সংযুক্ত মোর্চার জোটের পক্ষ থেকে একজন প্রতিনিধি রাজ্য বিধানসভায় পৌঁছে গিয়েছেন। আর এবার ভাঙ্গড়ে সংযুক্ত মোর্চার টিকিটে জয়লাভ করা বিধায়ক নওশাদ সিদ্দিকীর ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বলা বাহুল্য, ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তৃণমূল প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। দিকে দিকে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে সংযুক্ত মোর্চার বিধায়কের গাড়িতে হামলা শাসকদলের অস্বস্তি যে কিছুটা হলেও বাড়িয়ে দিল, তা বলার অপেক্ষা রাখে। সূত্রের খবর, বৃহস্পতিবার ভাঙ্গড় 2 ব্লকে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে যান সেখানকার বিধায়ক নওশাদ সিদ্দিকী। পরবর্তীতে ভাঙ্গড় থানায় পৌঁছে যান তিনি। কিন্তু থানা থেকে বেরিয়ে আসতে না আসতেই তৃণমূলের একাংশ তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উঠতে শুরু করে গো ব্যাক স্লোগান। আর এরপর স্থানীয় বিধায়ক গাড়িতে ওঠার সময় তার গাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ। যে ঘটনায় প্রধান অভিযোগ উঠেছে তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর ক্ষমতায় আসার পর বিজেপির পক্ষ থেকে যখন তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলা হচ্ছে, ঠিক সেইসময় সংযুক্ত মোর্চার টিকিটে জেতা এক বিধায়কের গাড়িতে হামলার অভিযোগে তৃণমূল যে যথেষ্ট ব্যাকফুটে পড়ে যাবে, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। ইতিমধ্যেই রাজ্যের হিংসার ঘটনায় কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্য পরিদর্শন করেছে। উষ্মা প্রকাশ করেছেন রাজ্যপাল। তার মধ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে বিরোধী দলের বিধায়কের ওপর এই ধরনের হামলা নানা প্রশ্ন তুলে দিচ্ছে। এদিন এই প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন ভাঙ্গড়ের বিধায়ক সংযুক্ত মোর্চার নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, “আমার বিধানসভা হেরে যাওয়ার কারণে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমার গাড়ির উপর একদল দুষ্কৃতী ঝাঁপিয়ে পড়েছে।” তবে সংযুক্ত মোর্চার বিধায়ক এই অভিযোগ করলেও, তাকে গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির। তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে ভাঙ্গড় 1 ব্লক তৃণমূল সভাপতি কাইজার আহমেদ বলেন, “বিধায়কের অনুগামীরা এলাকায় সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছে। তাই আক্রান্তরা বিধায়ককে ঘিরে গো-ব্যাক স্লোগান দিয়েছে। এর সঙ্গে তৃণমূল জড়িত নয়।” স্বভাবতই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এখন উত্তপ্ত ভাঙ্গড়। রাজ্য জুড়ে বাম-কংগ্রেস দাগ কাটতে না পারলেও, নতুন দল গঠন হওয়ার পরেই সংযুক্ত মোর্চার একজন প্রতিনিধি বিধানসভায় পাঠাতে সক্ষম হয়েছে। কিন্তু সেই নওশাদ সিদ্দিকী নিজের বিধানসভায় করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে যেভাবে হামলার শিকার হলেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -