এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার রাজ্যের রোষে আরও এক জুনিয়র চিকিৎসক? আরজিকরের অধ্যক্ষকে চিঠি!

এবার রাজ্যের রোষে আরও এক জুনিয়র চিকিৎসক? আরজিকরের অধ্যক্ষকে চিঠি!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকরের সময় যে সমস্ত জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করেছিলেন, এবার কি বেছে বেছে তাদের বিরুদ্ধে বদলা নিতে শুরু করলো এই রাজ্যের প্রশাসন? ইতিমধ্যেই আসফাকুল্লা নাইয়াকে পুলিশি হেনস্থা করা নিয়ে রাজ্যকে কটাক্ষ করেছে বিরোধীরা। আর এবার আরও এক জুনিয়র চিকিৎসক কিঞ্চল নন্দের ব্যাপারে প্রশ্ন তুলে আরজিকরের অধ্যক্ষকে চিঠি দেওয়া হলো।

সূত্রের খবর, এদিন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে আরজিকরের অধ্যক্ষকে একটি চিঠি দেওয়া হয়। আর সেখানেই জুনিয়র চিকিৎস কিঞ্জল নন্দ কি করে ছুটি পেয়ে সিনেমা করেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অর্থাৎ যেভাবেই হোক, প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের এবার কণ্ঠরোধ করতে হবে। এই পরিকল্পনা নিয়েই তাদের সবদিক থেকে চাপে রাখার চেষ্টা করছে এই রাজ্যের প্রশাসন বলেই দাবি বিরোধীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!