এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার রাজ্য বিজেপি নেতার গায়ে হাত তৃণমূলের স্থানীয় নেতার, বাদানুবাদ তুঙ্গে

এবার রাজ্য বিজেপি নেতার গায়ে হাত তৃণমূলের স্থানীয় নেতার, বাদানুবাদ তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলায় নির্বাচন মিটে গিয়েছে অনেক দিন। নতুন সরকারও চলে এসেছে ক্ষমতায়। কিন্তু তারপরেও তৃণমূল এবং বিজেপির দ্বন্দ্ব বিভিন্ন ঘটনার হাত ধরে চরমে পৌঁছেছে। তবে এবার কলকাতার বুকে যে ঘটনাটি ঘটলো, তা নিয়ে তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, শুক্রবার ভবানীপুর বিধানসভা এলাকায় ত্রাণ বিলি করতে গিয়ে স্থানীয় তৃণমূল নেতার হাতে রীতিমতো চড় খেয়েছেন অভিনেতা তথা ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। এবারের ভোটে বিজেপির হয়ে ভবানীপুরে দাঁড়িয়েছিলেন রুদ্রনীল। যদিও তিনি বিশাল অঙ্কের ভোটে হেরে যান তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে।

সূত্রের খবর, শুক্রবার ভবানীপুরের 71 নম্বর ওয়ার্ডে ত্রাণ বিলি করতে বেরিয়েছিলেন রুদ্রনীল তাঁর সঙ্গীসাথীদের নিয়ে। আর সেই ত্রাণ বিলি করতে গিয়েই উত্তপ্ত বাদানুবাদের পরে তৃণমূল হামলা চালায় তাঁর ওপর বলে দাবী করছেন রুদ্র। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে কালীঘাট থানায় রুদ্রনীল ঘোষ একটি অভিযোগ দায়ের করেছেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে পুরোপুরি অসত্য বলে দাবি করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে  ইতিমধ্যেই অভিনেতা রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, ভবানীপুরে ঘূর্ণি ঝড়ের পর বেশ কিছু এলাকায় প্লাবন দেখা যায়। সেইসব এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য রাস্তায় নেমেছিলেন রুদ্রনীল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রায় 300 পরিবারকে তিনি ত্রাণ দিতে পেরেছিলেন। এর পরেই 71 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বাবলু সিংহ দলবল নিয়ে তাঁর ওপর হামলা চালায়, তাঁকে চড় থাপ্পড় মারা হয়। এমনকি রুদ্রনীলের দাবি, তাঁর সঙ্গীদেরও মেরে তাঁদের ত্রাণের গাড়িটি আটকে রাখার চেষ্টা চালানো হয়। রুদ্রনীল আরও জানান, তৃণমূলের পক্ষ থেকে ওই ওয়ার্ডের নেতা বাবলু সিংহ পাল্টা রুদ্রনীলকে হুমকি দেন এলাকায় তৃণমূল কাজ করবে। বিজেপি যেন না আসে। বাবলু সিংহ আবার জানিয়েছেন তিনি রুদ্রনীল ঘোষের কাছে শুধুমাত্র প্রশ্ন করেছিলেন, ত্রাণ বিলি করার প্রশাসনিক অনুমতি কি আছে তাঁর কাছে? আর এই প্রশ্ন করতেই রুদ্রনীল পাল্টা তেড়ে আসেন তাঁর দিকে।

তবে অভিযুক্ত তৃণমূল নেতা বাবলু সিংহ জানিয়েছেন, রুদ্রনীল যেভাবে মারধরের কথা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা। ভবানীপুরে ঘূর্ণিঝড়ে সেরকম কোন ক্ষতি হয়নি। তাই সেখানে ত্রাণ বিলি করতে দেখে তিনি শুধু প্রশ্ন করেছিলেন। ঝামেলা বাড়লে পুলিশ এসে যাওয়ায় বাবলু সিংহ নিজের বাড়ি চলে যান বলে দাবি করেছেন। তবে এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। কিছুদিন পরেই ভবানীপুরে উপনির্বাচন। আর এবার সেখান থেকে দাঁড়াচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাই ভবানীপুরের বুকে এই ঘটনা যথেষ্ট সাড়া ফেলেছে বলে মনে করা হচ্ছে। আপাতত দেখার, রুদ্রনীল ঘোষের অভিযোগের ভিত্তিতে পুলিশ তৃণমূল নেতা বাবলু সিংহের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!