এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কি রাজ্য সরকারী কর্মীদের বেতন বাড়ার পালা, নতুন বছরে নতুন বেতন? আশায় সরকারি কর্মীরা

এবার কি রাজ্য সরকারী কর্মীদের বেতন বাড়ার পালা, নতুন বছরে নতুন বেতন? আশায় সরকারি কর্মীরা


নতুন বছরে খুশির খবর। এবার রাজ্য সরকারি কর্মীদের কথা মাথায় রেখে নতুন বছরের শুরুতেই এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে তাঁদের বেতনক্রম। সূত্রের খবর, লক্ষাধিক সরকারি কর্মীদের বেতন বাড়তে চলেছে নতুন বছরের শুরুতেই। শুধু তাই নয়, যারা অবসর নিয়েছেন তাঁদেরও পেনশনও যথারীতি বহুলাংশে বাড়তে চলেছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে রাজ্য সরকার বহুদিন পরে ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বেতন ও পেনশন ভোগী কর্মীদের পেনশন বাড়াতে চলেছে।

2016 সালের জানুয়ারি মাস থেকেই ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এবার বেতন বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের। নবান্ন সূত্রে খবর, 2016 সালের জানুয়ারি মাস থেকেই এই বেতন কার্যকর করা হয়েছে। এ প্রসঙ্গে অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। রাজ্য সরকার ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, 2016 সালের পরে যেসব সরকারি কর্মীরা অবসর গ্রহণ করেছেন তাদের পেনশনের আর্থিক পরিমাণ নতুন করে নির্ধারণ করা হবে।

উল্লেখ্য 2016 সালের জানুয়ারি মাসের আগে এবং পরের অবসর গ্রহণকারীদের পেনশন নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল কিন্তু বর্তমানে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়ার ফলে সেই বিতর্ক দূর হয়েছে বলে জানা গেছে। অর্থ দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে 2016 সালের জানুয়ারি মাসের পরে যেসব সরকারি কর্মীরা অবসর গ্রহণ করেছেন, তাঁদের পেনশন নতুন করে নির্ধারিত হবে। শুধু তাই নয়, নতুন বিজ্ঞপ্তিতে বলা আছে বর্ধিত অংশের 40% পেনশন তাঁরা বিক্রি করে দিতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ বিষয়ে আগামী বছর ডিসেম্বরের মধ্যেই এই আবেদন করা যাবে। উল্লেখ্য, বেতন বাড়ার এই সুখবরটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্টোবর মাসেই দিয়েছিলেন। কথা অনুযায়ী এবার ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো নির্ধারিত হতে চলেছে। পয়লা জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা এবং 2016 সালের জানুয়ারির পরে যারা অবসর নিয়েছেন, সেইসব অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন নির্ধারিত হবে।

তবে এ ব্যাপারে রাজ্যের বিরোধী শিবিরের বক্তব্য হল, সামনেই 2021 এর বিধানসভা ভোট আর তার আগে জনগণকে রাজনৈতিক ক্যারিশমা দেখাতে এতদিন পর ষষ্ঠ বেতন কমিশন যা কিনা 2016 সালে কার্যকর করা হয়েছে তা এতদিনে অর্থাৎ দুই হাজার কুড়ি সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর করা হবে। এর পেছনে রাজনৈতিক কারণ সুস্পষ্ট বলে দাবি করেছেন বিরোধী শিবির। অন্যদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি রাজ্য সরকার বেতন বাড়ানোর ফলে খুব স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মীরা ও রাজ্য সরকারি পেনশনভোগীরা যথেষ্ট উপকৃত হবেন। আপাতত সম্পূর্ণ বিষয়টির ওপর নজর রেখেছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!