এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার রাজ্যপালের বিরুদ্ধে প্রতারক দেবাঞ্জনের সাথে যোগ থাকার অভিযোগ তৃণমূলের, প্রমাণ দাখিল তৃণমূল সাংসদের

এবার রাজ্যপালের বিরুদ্ধে প্রতারক দেবাঞ্জনের সাথে যোগ থাকার অভিযোগ তৃণমূলের, প্রমাণ দাখিল তৃণমূল সাংসদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বরাবরই রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত সর্বজনবিদিত। কিন্তু এবার আর সেই সংঘাত সম্পূর্ণ অন্য মাত্রা নিয়েছে বলে মনে করা হচ্ছে। এবং তার পেছনের অন্যতম কারণ রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে হাওয়ালা জৈন কান্ডে যোগ থাকার অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রাজ্যপাল উত্তরবঙ্গ ভ্রমণ শেষে পাহাড়ের জিটিএ হিসাব-নিকাশ নিয়ে প্রশ্ন তোলায় পাল্টা রাজ্যপালকে বিপাকে ফেলেন তৃণমূল নেত্রী হাওয়ালা জৈন কান্ডের সূত্র ধরে। যদিও রাজ্যপাল ইতিমধ্যেই জানিয়েছেন, মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছে। পাশাপাশি এবার রাজ্যপালের সাথে প্রতারক দেবাঞ্জনের যোগ থাকা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের।

জগদীপ ধনকরকে আরও চাপে ফেলার জন্য আজকে রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় একের পর এক অভিযোগ তোলেন রাজ্যপালের বিরুদ্ধে। সাংসদ সুখেন্দু শেখর রায় সাংবাদিকদের সামনে দাবি করেন,  হাওয়ালা জৈন কাণ্ডে রাজ্যপাল জগদীপ ধনকরের নাম তোলার পরেই মূল অভিযুক্ত সুরেন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। কে এই সুরেন্দ্র জৈন? প্রসঙ্গত, 1991 সালে এই হাওয়ালা কান্ডের খোঁজ পাওয়া যায়। যেখানে দেখা যায়, জঙ্গী নেটওয়ার্কের সঙ্গে যোগ রয়েছে হাওয়ালা জৈন ভাইদের। যাদের মধ্যে অন্যতম হলেন সুরেন্দ্র জৈন। যিনি সম্প্রতি মারা গেছেন বলে জানালেন আজ রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কাকতালীয় হলেও এই ঘটনার পেছনে অন্য কোন সূত্র আছে কিনা তা তদন্তের দাবি জানান সুখেন্দুবাবু। পাশাপাশি দুর্নীতিগ্রস্থ রাজ্যপালের অপসারণ চাইতে এবার রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা বলেন তিনি। তবে হাওয়ালা কান্ডের মধ্যে জগদীপ ধনকরের নাম থাকার অভিযোগের পরেও কেন চুপ করে গিয়েছেন জগদীপ ধনকর বলে প্রশ্ন তোলেন আজ রাজ্যসভার সাংসদ। আজকে সবথেকে বড় যে চাঞ্চল্যকর দাবি করেছেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়, সেটি হল সম্প্রতিককালে প্রতারক হিসাবে পরিচিত দেবাঞ্জন দেবের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকরের সম্পর্ক। এ প্রসঙ্গে নিজের অভিযোগকে জোরদার করতে একের পর এক ছবি দেখান তৃণমূল সাংসদ সাংবাদিকদের।

যেখানে দেবাঞ্জন দেবের সঙ্গে রাজ্যপালের দেহরক্ষীর ছবি দেখা যাচ্ছে। একই সাথে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। খুব স্বাভাবিকভাবেই রাজ্যপালের বিরুদ্ধে আজকে যেসব অভিযোগ তোলা হয়েছে তা চূড়ান্ত অস্বস্তিজনক। সাম্প্রতিককালে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। তার ওপর আজকে দেবাঞ্জন দেবের সঙ্গে রাজ্যপালের যোগ থাকার যে অভিযোগ সামনে এলো, তা যে রাজ্যপালের বিরুদ্ধে সাঁড়াশি আক্রমণ তৃণমূলের, সে ব্যাপারে কোন সন্দেহ নেই রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!