এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক মমতা, একের পর এক অভিযোগে বিতর্ক তুঙ্গে

এবার রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক মমতা, একের পর এক অভিযোগে বিতর্ক তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তরবঙ্গ নিয়ে বেশ কিছুদিন যাবৎ ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। প্রসঙ্গত, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিতে মুখর গেরুয়া শিবিরের অন্যতম বিধায়ক জন বার্লা। তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও এই দাবি তুলে ধরবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে গত সাত দিনের সফরসূচি সম্পন্ন করে আজকে উত্তরবঙ্গ থেকে কলকাতা ফিরেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। কিন্তু উত্তরবঙ্গ নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ করেছেন আজ রাজ্যপাল। আর তাই নিয়েই আবার পাল্টা রাজ্যপালের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত রাজ্যপাল জগদীপ ধনকর প্রথম থেকেই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। এমনকি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে পিছপা হননি। এদিনও তিনি উত্তরবঙ্গের জিটিএ র অডিট নিয়ে সরব হন। আর তারই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে সরাসরি আক্রমণ করেন জগদীপ ধনকরকে। স্পষ্ট ভাষায় তিনি বলেন, এই জগদীপ ধনকর 1996 সালের জৈন কেলেংকারীর চার্জশিটে যুক্ত ছিলেন। আর তাই নিয়ে মুহুর্তের মধ্যে শুরু হয়ে যায় তীব্র রাজনৈতিক বিতর্ক। পাশাপাশি মুখ্যমন্ত্রী বিস্ফোরক ভঙ্গীতে এদিন বলেন, উত্তরবঙ্গ গিয়ে রাজ্যপাল সেখানকার পরিবেশ অশান্ত করে তুলতে চাইছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী দাবি করেছেন, রাজ্যপালের পক্ষ থেকে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করে তোলার জন্য আন্দোলন গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে কার্যত রাজ্যপাল জগদীপ ধনকর চূড়ান্ত বিপর্যয়ের মুখে পড়বেন বলেই দাবি রাজনীতির কারবারীদের। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অভিযোগ করেছেন, রাজ্যপাল জগদীপ ধনকর অতীতে দুর্নীতি মামলায় জড়িত ছিলেন। সে প্রসঙ্গ তিনি উল্লেখ করেন হাওয়ালা জৈন কেলেংকারীর চার্জশিট প্রথমে নাম ছিল জগদীপ ধনকরের। এরপর চার্জশিট আদালতে গিয়ে ক্লিয়ার করার পর নতুন করে রিট পিটিশন বা জনস্বার্থ মামলা দাখিল করা হয় যা এখনও পড়ে আছে।

অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই অভিযোগ সামনে আসার সাথে সাথেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় রাজ্য রাজনীতিতে। পাশাপাশি রাজভবন থেকে রাজ্যপাল তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে সম্পূর্ণ অভিযোগ নস্যাৎ করে দেন। তিনি পাল্টা মুখ্যমন্ত্রীকে অসত্য কথা বলার জন্য অভিযুক্ত করেছেন। সর্বতোভাবে বলা যায়, রাজ্যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম রাজ্যপাল জগদীপ ধনকরের রাজনৈতিক যুদ্ধ তুঙ্গে। আপাতত পরিস্থিতি কোন দিকে মোড় নেয়,  সেদিকেই নজর রাজ্যের ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!