এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার সাড়ম্বরে রাজ্যে পালিত হতে চলেছে নেতাজির জন্ম বার্ষিকী

এবার সাড়ম্বরে রাজ্যে পালিত হতে চলেছে নেতাজির জন্ম বার্ষিকী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আর কয়েক মাসের মধ্যেই শুরু হতে চলেছে রাজ্যের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখলের মল্লযুদ্ধ শুরু হয়ে গেছে রাজ্যের শাসক দল তৃণমূল ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে। দু’দলের মধ্যে শুরু হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বাঙালির মন জয় করে ভোট বৈতরণী পার করার লক্ষ্যে প্রস্তুত দুই প্রতিদ্বন্দ্বী। এই পরিস্থিতিতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে বাঙালির মন জয়ের বিশেষ পরিকল্পনা দুই প্রতিদ্বন্দ্বী দলের।

এবছর নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে শুরু হলো রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের তীব্র প্রতিযোগিতা। বাঙালির প্রাণ পুরুষকে শ্রদ্ধা জানিয়ে বাঙালির মনজয়ের বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে একাধিক পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে বছরভর চলবে একাধিক বনাঢ্য অনুষ্টান। যার শুভারম্ভ ২৩ সে জানুয়ারি। এই উদ্দ্যশ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্র। যে কমিটির শীর্ষে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেতাজির স্মৃতিধন্য দেশ ও দেশের বাইরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে একাধিক অনুষ্ঠান। এবার, নেতাজির জন্ম জয়ন্তীতে বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা নিল রাজ্য সরকার। নেতাজির জন্ম জয়ন্তী পালনের জন্য একগুচ্ছ পরিকল্পনার কথা আজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, এখন থেকে ২৩ সে জানুয়ারির দিনটি দেশনায়ক দিবস হিসেবে পালিত হবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ২৩ সে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে শ্যামবাজার মোড় থেকে শুরু হয়ে রেডরোড পর্যন্ত চলবে বিশেষ পদযাত্রা। যে পদযাত্রায় নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন সকাল ৯ টায় বাজানো হবে সাইরেন। সাইরেন বাজানোর সঙ্গে সঙ্গেই শুরু হবে রাজ্য সরকারের বিশেষ পদযাত্রা। যার মধ্যমনি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!