এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার রাজ্যের মাথায় আরও একটি পালক, করোনা টিকাকরণে রাজ্য পেল শ্রেষ্ঠত্বের আসন

এবার রাজ্যের মাথায় আরও একটি পালক, করোনা টিকাকরণে রাজ্য পেল শ্রেষ্ঠত্বের আসন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসক মহলের। সংক্রমণের হার যেভাবে বেড়ে গিয়েছিল তা চিন্তা বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকারেরও। এই অবস্থায় কেন্দ্রের তরফ থেকে প্রতিটি রাজ্যে টিকাকরণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার আবেদন করা হয়। আর সেই আবেদনে সাড়া দিয়ে টিকারণের ক্ষেত্রে সামনের সারিতে উঠে এসেছে পশ্চিমবঙ্গ বলে জানা যাচ্ছে। সমীক্ষার ভিত্তিতে দেখা যাচ্ছে, সারা দেশের মধ্যে করোনার টিকাকরণের হারে সর্বশ্রেষ্ঠ জায়গা অধিগ্রহণ করেছে পশ্চিমবঙ্গ।

এই সমীক্ষা চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। টিকাকরণের তালিকায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত 89% টিকাকরণ সম্পূর্ণ হয়েছে, যা দেশের মধ্যে সবথেকে বেশি। কার্যত দ্বিতীয় ঢেউয়ের আগে থেকেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশজুড়ে গণ টিকাকরণ শুরু হয়েছিল এবং তখনই বিভিন্ন রাজ্যের টিকাকরণের হার ও পার্শ্ব প্রতিক্রিয়ার নজরদারিতে সমীক্ষা চালানো হচ্ছিল। সেক্ষেত্রে দেখা গিয়েছে বাংলায় যেভাবে টিকাকরণের হার বেড়েছে ঠিক সেভাবেই পার্শ্বপ্রতিক্রিয়া দেখার জন্য সবথেকে ভালভাবে নজরদারি চালানো হয়েছে এই রাজ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চন্ডিগড় এবং তামিলনাড়ু। এই একই তালিকায় থাকা কর্ণাটক, বিহার এবং মহারাষ্ট্রের টিকাকরণ নিয়ে সন্তোষ প্রকাশ করা হলেও দেখা যাচ্ছে টিকাদানের পার্শ্ব প্রতিক্রিয়া সেভাবে নজরদারী করা হয়নি। যার ফলে সংক্রমণ কমার দিকেও আশানুরূপ ফল পাওয়া যায়নি। অন্য দিকে তালিকায় সব থেকে নিচে রয়েছে গুজরাট এবং রাজস্থান। ইতিমধ্যেই শোনা যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে।

এই অবস্থায় টিকাকরণের হার বাড়ানো ছাড়া আর কোনো রাস্তা নেই করোনাকে এড়ানোর বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ টিকাকরণের হারে প্রথম স্থান অধিকার করার জন্য ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে রাজ্য স্বাস্থ্যদপ্তরকে শুভেচ্ছা জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মাথায় জুড়লো আরও একটি পালক যা যথেষ্ট প্রশংসনীয় বলে ব্যাখা করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!