এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার রাজ্যভাগের ইস্যুতে বিশেষ বক্তব্য বিজেপির রাজ্য সভাপতির, উত্তপ্ত রাজ্য রাজনীতি

এবার রাজ্যভাগের ইস্যুতে বিশেষ বক্তব্য বিজেপির রাজ্য সভাপতির, উত্তপ্ত রাজ্য রাজনীতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মাস দুয়েক আগে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ সম্প্রতি যিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন জণ বার্লা উত্তরবঙ্গকে একটি আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণার দাবি করেছিলেন। তিনি দাবি করেছিলেন, এটা করা হলেই উত্তরবঙ্গের প্রকৃত উন্নতি সম্ভব হবে। তাঁর এই দাবি নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিলো রাজ্যের রাজনৈতিক মহলে। এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, জন বার্লা হলেন একজন জনপ্রতিনিধি। যারা তাঁকে জিতিয়েছেন তাদের কথা শোনার দায়িত্ব রয়েছে তার। তাই তিনি এমন বলেছেন। পার্টির স্ট্যান্ড আছে। পার্টি ভেবে দেখবে বিষয়টি । এ প্রসঙ্গে তিনি আরো জানান যে, দেশ স্বাধীন হওয়ার পরও উত্তরবঙ্গের কোন উন্নতি হয়নি। চিকিৎসা, শিক্ষা, চাকরি, স্বাস্থ্যের জন্য অন্যত্র যেতে হয় উত্তরবঙ্গের মানুষকে। কেন ভালো হাসপাতাল নেই? ভালো স্কুল কেন নেই সেখানে?

আবার, জঙ্গলমহলেরও একই অবস্থা। শালপাতা, কেন্দু পাতা দিয়ে মা-বোনেরা সেখানে জীবিকা নির্বাহ করেন। কেন তাদের চাকরির জন্য যেতে হচ্ছে বাইরে? তিনি প্রশ্ন করেছেন, দেশের স্বাধীনতা ও উন্নয়নের লাভ পাওয়ার কোনো অধিকার কি তাদের নেই? তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গ ও জঙ্গলমহল যদি পৃথক হয়, তবে তার দায় পুরোপুরি মুখ্যমন্ত্রীর। কেন এতদিন এই সব জায়গার উন্নতি করা হয়নি?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই বক্তব্য শোরগোল ফেলে দিয়েছে রাজনীতি মহলে। অনেকে মনে করছেন যে, তার এই বক্তব্য থেকে এটা স্পষ্ট যে, এই দাবির প্রতি সমর্থন রয়েছে রাজ্য বিজেপির। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, উস্কানিমূলক বক্তব্য রেখে উত্তরবঙ্গকে অশান্ত করে দিতে চাইছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, বিজেপির মন্ত্রী যে দাবি করেছেন, তাতে সম্মতি জানিয়ে গোটা উত্তরবঙ্গে সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা করছেন বিজেপির রাজ্য সভাপতি। ভাগাভাগির রাজনীতি করে কোন লাভ হবেনা। উত্তরবঙ্গের মানুষ চান উন্নয়ন।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানালেন যে, বাংলা কখনো ভাগ হবে না। ভাতৃত্বের বন্ধন অটুট থাকুক। আবার, এ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা জানিয়েছেন যে, বাংলা ভাগ নিয়ে কোন জাতীয় নীতি নেই, কোন রাজ্যনীতিও নেই, দলেরও কোনো নীতি নেই। রাখির সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গভঙ্গের প্রতিবাদের ঐতিহ্য মিশে আছে। কিন্তু এখনো বঙ্গভঙ্গ করতে চায় একদল মানুষ। বাংলার নাম পর্যন্ত বদলে দিতে চায়। রাজ্যকে ভৌগলিক ভাগে ভাগ করতে চায়। যা রবীন্দ্রনাথ ঠাকুরকেই অপমান করার সামিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!