এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার রাতের অন্ধকারে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন প্রভাবশালী তৃণমূল নেতা ও কর্মী?

এবার রাতের অন্ধকারে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন প্রভাবশালী তৃণমূল নেতা ও কর্মী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্য শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠছিল এতদিন ধরে। কিন্তু এবার সরাসরি চুরির অভিযোগ এবং হাতেনাতে ধরা পড়ার কারণে সেই চুরির অভিযোগ প্রমাণিতও হয়েছে। এই ঘটনা সামনে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক শিবিরে অন্যদিকে বিরোধী উঠে-পড়ে লেগেছে এই ঘটনাকে সামনে এনে নিজেদের প্রচারে জোর দিতে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে। সবং এলাকাটি মানস ভুঁইয়ার এলাকা বলেই পরিচিত।

সেখানেই রাতের অন্ধকারে চুরি করতে গিয়ে ধরা পরল এলাকার তৃণমূল নেতা। জানা গিয়েছে সবং এর চাঁদকুড়িতে রাতের অন্ধকারে চুরি করতে গিয়ে ধরা পড়ার পর সামনে এসেছে চোরের পরিচয় আর সেখানেই দেখা গেছে চোর হচ্ছে একজন তৃণমূল নেতা। স্থানীয় সূত্রের খবর, গত শনিবার মাঝরাতে সবং এর চাঁদকুড়ি এলাকায় একটি নতুন চালু হওয়া মোবাইল, ল্যাপটপ সহ বৈদ্যুতিন যন্ত্রপাতির দোকানে হানা দেয় বেশ কয়েকজন দুষ্কৃতী। দোকানের তালা ভেঙে তাঁরা বেশ কিছু মূল্যবান জিনিস হাতিয়ে নেয় বলে জানা গেছে।

এরপরই বেরোনোর সময় তাঁরা হাতেনাতে ধরা পড়ে এলাকায় টহলদারি পুলিশের হাতে। পুলিশ সদর থানায় নিয়ে যায় ধৃতদের এবং সেখানেই পুলিশের জেরার মুখে উঠে আসে ধৃতদের মধ্যে একজনের নাম জয়ন্ত বেরা এবং অন্যজন হলো প্রহ্লাদ দাস। উল্লেখ্য এই জয়ন্ত বেরাই হল সবং এর চাঁদকুড়ি বুথের কার্যকরী সভাপতি এবং প্রহ্লাদ দাস এলাকার একজন সক্রিয় তৃণমূল কর্মী। ধৃতদের সাথে আরও বেশ কয়েকজন ছিল বলে খবর, কিন্তু তাঁরা পালিয়ে যাওয়ায় পুলিশের হাতে ধরা পড়েনি। তাঁদের খোঁজ চলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জানা গেছে, ধৃত দুজন মানস ভুঁইয়ার অনুগামী হওয়ায় তাঁদের জামিনের চেষ্টা চালানো হয় দলের তরফ থেকে। কিন্তু পুলিশের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়, এই ঘটনায় জামিন দেওয়া সম্ভব নয়। অপরাধীদের আদালতে তোলা হয় মঙ্গলবার। অন্যদিকে এই ঘটনা সামনে আসার পর সবং এর পশ্চিম মণ্ডলের বিজেপি সভাপতি দীপক খাটুয়া রীতিমতো কটাক্ষ করে বলেছেন, চাঁদকুড়ি বাজারে এর আগেও বেশ কিছু চুরির ঘটনা ঘটেছে। তবে চুরির ঘটনায় যে তৃণমূল নেতারা যুক্ত হবেন, তা তিনি স্বপ্নেও ভাবেননি।

পাল্টা এদিন তিনি বলেন, তদন্ত চালালে আরো বেশ কয়েকজন শাসকদলের কর্তাব্যক্তি চুরির দায়ে ধরা পড়বেন। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে এ ধরনের ঘটনা সামনে আসায় শাসকদল তৃণমূল যথারীতি অস্বস্তির মুখে পড়ল বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এখনো পর্যন্ত তৃণমূলের উচ্চ নেতৃত্বের পক্ষ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে দোষীদের কঠোর শাস্তির জন্য মুখর হয়েছেন এলাকাবাসীরা। আপাতত এই ঘটনার মোড় কোন দিকে যায়, সেদিকেই এখন লক্ষ্য রাখবে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!