এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার সমাজসেবায় শুভেন্দু, সাধারণ মানুষের সাথে মিশে নন্দীগ্রামের বিধায়ক

এবার সমাজসেবায় শুভেন্দু, সাধারণ মানুষের সাথে মিশে নন্দীগ্রামের বিধায়ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল সমাজসেবায় সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তাঁর সামাজিক কর্মসূচির জন্য যথেষ্ট পরিচিত। দল থেকে বেশ কয়েক মাস ধরে দূরে থেকেও, তিনি তাঁর সামাজিক কর্মকাণ্ড গুলি থেকে নিজেকে দূরে রাখেন নি। গতকাল মহিষাদল কুমুদিনী ডাকুয়া মঞ্চে আবেগের সঙ্গে তিনি বুকে জড়িয়ে ধরলেন খেজুরির কাগজ বুড়িকে। ৮১ বছরের বৃদ্ধা বাসন্তী ত্রিপাঠী খেজুরিতে কাগজ বুড়ি নামে পরিচিত। গোটা খেজুরি তাঁকে এই নামে চিনে থাকে।

কাগজ বুড়ি ওরফে বাসন্তী ত্রিপাঠি ৮১ বছরের এক বৃদ্ধা। যিনি গত ৪০ বছর ধরে বাড়ি বাড়ি খবরের কাগজ পৌঁছে দিচ্ছেন। শীত-গ্রীষ্ম-বর্ষা ১২ মাস পায়ে হেঁটে এই কাজটি করছেন তিনি। চলতি বছরের মার্চ মাসের শেষ দিকে যখন দেশজুড়ে লকডাউন শুরু হয়েছে। মানুষ যখন সম্পূর্ণ গৃহবন্দি, চারপাশে যখন থমথমে পরিবেশ, সেসময়ও পথে নেমে তাঁর কাজ করেছিলেন কাগজ বুড়ি। করোনার আতঙ্ককে উপেক্ষা করেই মানুষের কাছে পৌঁছে দিয়েছেন দেশ-দুনিয়ার খবর। নিজের কর্তব্যতে একেবারেই অবিচল ৮১ বছরের বৃদ্ধা বাসন্তী দেবী।

একটা সময় সংসারের হাল ধরতে খবরের কাগজের হকারি আরম্ভ করেছিলেন বাসন্তী দেবী। সেসময় অনেকেরই গঞ্জনা শুনতে হয়েছিল তাকে। কেউ তাকে এমন বলেছিলেন যে, ঘরের বউ হয়ে হকারী করছে। তবে, এসব কথাকে তিনি আমল দেননি। নিজের কাজে তিনি ছিলেন অবিচল। খবরের কাগজ পৌঁছে দিয়েছেন খেজুরির ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, দিয়েছেন চায়ের দোকানে। ক্রমশ খেজুরিতে পরিচয় বেড়েছে তাঁর। সকলের কাছে তিনি হয়ে উঠেছেন কাগজ বুড়ি। খবরকে ভালোবেসেছেন তিনি। আর এই খবর পৌঁছে দিতে নিজের কথা ভুলে, শরীরের ক্লান্তি ভুলে দিক- দিগন্ত পায়ে হেঁটেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কাগজের হকারি করে সংসার চালাচ্ছেন বৃদ্ধা বাসন্তী দেবী। সংসারের বিরাট বোঝা নিজের কাঁধে নিয়েছেন তিনি। দুবেলা শুধুমাত্র জল, মুড়ি খেয়ে থাকেন তিনি। কেউ তাকে যদি জিজ্ঞাসা করে, তবে তার উত্তরে তিনি জানান যে, নিজে জল মুড়ি খেয়ে, সে পয়সা বাঁচিয়ে নাতি নাতনিকে পড়াশোনা করাচ্ছেন তিনি। কোন ক্লান্তি দেখা যায় না তার মধ্যে। হাঁটার গতি কমেছে বয়সের ভারে, কিন্তু কমেনি তাঁর মনের জোর।

গতকাল রবিবার মহিষাদল কুমুদিনী ডাকুয়া মঞ্চে সংবর্ধনা দেয়া হলো কাগজ বুড়িকে। গতকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু রায়, বুক সেলার্স গিল্ডের কর্ণধার ত্রিদীব বন্দ্যোপাধ্যায় প্রমুখরা। অনুষ্ঠানের সঞ্চালিকা জানালেন যে, অনুষ্ঠানে এসে কাগজ বুড়ি যখন জানতে পেরেছেন যে, এখানে শুভেন্দু অধিকারী আসবেন। তখন থেকেই তিনি প্রচণ্ড উৎসাহে ছিলেন।

অনুষ্ঠানের উদ্যোক্তারা জানালেন যে, কাগজ বুড়িকে বহুবার সাহায্য করেছেন শুভেন্দু অধিকারী। বস্তুত, কাগজ বুড়ি যেমন জড়িয়ে আছেন খেজুরির সঙ্গে, তেমনি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সংগ্রাম, রাজনৈতিক কার্যকলাপ জড়িয়ে আছেন নন্দীগ্রাম, খেজুরির সঙ্গে। কাগজ বুড়ির জীবন সংগ্রাম বহুদিন ধরে দেখতে পেয়েছে খেজুরি। তেমনি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক লড়াই চার দশক ধরে দেখেছে খেজুরি। গতকাল এক মঞ্চে দেখা গেল খেজুরি এই দুজন অতি পরিচিতকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!