এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার সপরিবারে করোনা আক্রান্ত হলেন তৃণমূলের জনৈক হেভিওয়েট

এবার সপরিবারে করোনা আক্রান্ত হলেন তৃণমূলের জনৈক হেভিওয়েট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে তীব্র থেকে তীব্রতর হচ্ছে করোনার সংক্রমণ। করোনা দ্রুত গ্রাস করে নিচ্ছে রাজ্যের রাজনীতি মহলকে। এই পরিস্থিতিতে এবার করোনা আক্রান্ত হলেন তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে সঙ্গে তাঁর স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায়ও করোনা আক্রান্ত হলেন। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে দুজনেই হোম আইসোলেশনে রয়েছেন।

কিছুদিন আগে তৃণমূলের হয়ে নির্বাচনের প্রচার কার্যে উত্তরবঙ্গে এসেছিলেন তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের বেশ কিছু কেন্দ্রে তিনি প্রচারের কাজে ব্যস্ত ছিলেন কিছুদিন। এরপর সেখান থেকে ফিরে গিয়ে ব্যারাকপুরের কিছু আসনে তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন তিনি। এরপর, গত দুদিন ধরে বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয় তাঁর। গত বৃহস্পতিবার তিনি ও তাঁর স্ত্রী দুজনেই করোনা পরীক্ষা করান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা রিপোর্ট এলে দেখা যাচ্ছে যে, তাঁরা দুজনেই করোনা সংক্রামিত হয়েছেন। যে কারণে দুজনেই হোম আইসোলেশনে রয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, এখন জ্বর সর্দি-কাশি তাঁর নেই। কিন্তু তাঁর গায়ে, হাত-পায়ে ব্যথা রয়েছে। চিকিৎসকেরা যেরকম পরামর্শ দিয়েছেন, তাই তিনি মেনে চলছেন। এদিকে রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী।

আজ বীরভূমের ভার্চুয়াল সভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন, তিনি বলেছিলেন শেষ দুটো দফা একসঙ্গে করে নির্বাচন প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করে দিতে। রাজ্যের করোনা পরিস্থিতি অত্যন্ত খারাপ। কিন্তু বিজেপির কথা শুনে আট দফায় নির্বাচন করছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে রাজ্যে ২ লক্ষের বেশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। যারা দুমাস ধরে পশ্চিমবঙ্গে রয়েছে। তাঁদের করোনা পরীক্ষা করানো হয়নি। এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে বেড়াচ্ছেন। এদের জন্যই করোনা সংক্রমণ রাজ্যে ছড়িয়ে পড়ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!