এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার রাজ্য সরকার ফেলে দিতে চাইছে খোদ সুপ্রিম কোর্ট? মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগে শোরগোল!

এবার রাজ্য সরকার ফেলে দিতে চাইছে খোদ সুপ্রিম কোর্ট? মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগে শোরগোল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নজিরবিহীন ঘটনা। রাজ্যের নির্বাচিত সরকার ফেলে দেয়ার ষড়যন্ত্রের অভিযোগ উঠল সুপ্রিম কোর্টের জনৈক বিচারপতি ও রাজ্যের হাইকোর্টের বিরুদ্ধে। গতকাল শনিবার এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে এমনি আঘিযোগ করলেন অন্ধ্রপ্রদেশ সরকারের মুখ্যসচিব। এই বিষয়ে সরব অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও সেই সঙ্গে ওয়াইএসআর কংগ্রেস সুপ্রিমো ওয়াই এস জগনমোহন রেড্ডি। এ বিষয়ে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে একটি পত্র দ্বারা অভিযোগও জানিয়েছেন।

অন্ধপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ষড়যন্ত্র করে সুপ্রিমকোর্টের জনৈক সিনিয়র বিচারপতি ও রাজ্যের হাইকোর্ট অন্ধপ্রদেশের নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ জানালেন অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে, সুপ্রিম কোর্টের এই সিনিয়র বিচারপতির সঙ্গে চন্দ্রবাবু নাইডুর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাদের সঙ্গেই হাত মিলিয়েছে অন্ধপ্রদেশ হাইকোর্ট। তাঁর অভিযোগ সম্পূর্ণ পরিকল্পনামাফিক অন্ধপ্রদেশ সরকারের বিরুদ্ধে তাদের একাধিক রায় ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ হাই কোর্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি অন্ধপ্রদেশ হাইকোর্টের বেশকিছু রায় অন্ধ্রপ্রদেশ সরকারের বিপক্ষে চলে গেছে। অন্ধপ্রদেশ সরকারের তিনটি রাজধানী করার পরিকল্পনার বিরুদ্ধে ওঠা কয়েকটি জনস্বার্থ মামলাও হাইকোর্টে গৃহীত হয়েছে ইতিমধ্যেই। এর ফলে হাইকোর্টের উপরে ক্ষোভ বৃদ্ধি পেয়েছে মুখ্যমন্ত্রীর। তিনি হাইকোর্টের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন যে, বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে যেসব দুর্নীতির তদন্ত চলছে সেগুলোও প্রভাবিত করার চেষ্টা করেছে হাইকোর্ট। তাঁর অভিযোগ স্বাধীনভাবে কাজ করছে না হাই কোর্ট। তাদের কাজকর্মকে নিয়ন্ত্রণ করছেন চন্দ্র বাবু নাইডুর ঘনিষ্ঠ সুপ্রিম কোর্টের সেই বিচারপতি।

তবে রাজ্যের হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের জনৈক বিচারপতির নামে মুখ্যমন্ত্রী অভিযোগ তুললেও, অন্ধপ্রদেশের সরকার পড়ে যাবার কোন কারণ দেখা যাচ্ছে না। কারণ, সম্প্রতি অন্ধপ্রদেশ বিধানসভায় যতসংখ্যক ওয়াইএসআর কংগ্রেসের বিধায়ক রয়েছেন, তাতে তাদের সরকার পরে যাওয়া কার্যত অসম্ভব। তবে, বিচার ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন, এমন অভিযোগ অন্য কোথাও দেখা ওঠেনি। বিচার ব্যবস্থার নিরপেক্ষতা তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!