এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার সরকারী রোষানলের মুখে টুইটার, জাতীয় রাজনীতিতে তুমুল জল্পনা

এবার সরকারী রোষানলের মুখে টুইটার, জাতীয় রাজনীতিতে তুমুল জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সোশ্যাল মিডিয়ার কথা বলতেই নাম উঠে আসে টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপের। বর্তমান জীবনে এই সোশ্যাল মিডিয়া অন্যতম অঙ্গ হয়ে উঠেছে। প্রতিবাদ থেকে ঠাট্টা তামাশা সবকিছুই চলে সোশ্যাল মিডিয়ায়। তবে এবার কেন্দ্রীয় সরকারের নতুন আইনের কোপে সোশ্যাল মিডিয়া। পাশাপাশি হোয়াটসঅ্যাপ, টুইটার কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আর সেই প্রসঙ্গে শনিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সোশ্যাল মিডিয়াকে সম্মান করতে হবে ভারতীয় আইনকে।

সে ক্ষেত্রে তিনি টুইটারের নাম তোলেন। পরিষ্কার বলেন, ভারতের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবেনা। একইসাথে দেশের নিরাপত্তার কথাও বলেন তিনি। কেন্দ্রীয় আইনমন্ত্রীর কথায় প্রতিটি নেট মাধ্যম ভারত থেকে মুনাফা প্রচুর পায়। কিন্তু সেই মাধ্যমগুলির মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজে উচ্চশ্রেণীর মানুষদেরও বিভিন্ন সময় কটাক্ষের মুখে পড়তে হয়। সমালোচনাকে সম্মান জানালেও রবিশঙ্কর প্রসাদ দেশের সার্বভৌমত্বকে কোনমতেই আঘাত হতে দিতে রাজি নন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত জানা গিয়েছে নতুন ডিজিটাল আইনে প্রতিটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে বলে ইতিমধ্যেই শুরু চড়িয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া। অন্যদিকে টুইটারের পক্ষ থেকে ভারতে কর্মরত তাঁদের কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে টুইটার অত্যন্ত উদ্বিগ্ন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি টুইটারের গ্রাহকদের স্বাধীনতার পরিপ্রেক্ষিতে রীতিমত হুমকি দেওয়া হচ্ছে সরকারিভাবে বলেই দাবি তাঁদের।

প্রসঙ্গত কিছুদিন আগেই সম্বিত পাত্রের একটি টুইটকে ম্যানুপুলেটেড মিডিয়া বলে মেনে নেয় টুইটার। তারপর থেকেই কেন্দ্রীয় রোষানলে পড়তে হয়েছে টুইটারকে। টুইটারের গুরুগ্রামের অফিসে এবং দিল্লি এনসিআর এলাকায় অবস্থিত লাডো সারাইতে থাকা টুইটারের একটি অফিসে পুলিশি অভিযান চালানো হয়। সব মিলিয়ে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। আপাতত কেন্দ্রীয় নতুন ডিজিটাল আইন নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করবে সোশ্যাল মিডিয়াগুলি, সেদিকে নজর রাখছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে কোর্টে পৌঁছে গেছে হোয়াটস্‌অ্যাপ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!