এখন পড়ছেন
হোম > অন্যান্য > এবার শরীরচর্চায় মেতেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, চলছে ব্যাপক চর্চা

এবার শরীরচর্চায় মেতেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, চলছে ব্যাপক চর্চা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বর্তমান পরিবেশে শরীর সুস্থ রাখা অন্যতম লক্ষ্য সবার। করোনা পরিবেশে শ্রীর ঠিক থাকলে মনো ঠিক থাকবে অলে মনে করছেন চিকিৎসকরা। তাই শারিরীক কসরত ও পুষ্টিকর খাদ্য রোজকার নিয়মে ঢুকিয়ে নিতে বলছেন চিকিৎসকরা। কার্যত তার জন্য অনেকেই বেছে নিয়েছেন মাল্টি জিমের কক্ষকে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি প্রত্যেকেই এখন ভিড় জমায় জিমখানায়। সেলিব্রিটির কথা যখন উঠলই, তখন বলতেই হবে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কথা।

একটা সময় মডেলিং দিয়ে শুরু করেছিলেন পথ চলা আজকের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এরপর ভারতের ঘরে-ঘরে তিনি পৌঁছে যান কিঁউ কি শাস ভি কভি বহু থি এর হাত ধরে। আর পেছন ঘুরে তাকাতে হয়নি। আমজনতার কাছে তুলসী বলে তিনি পরিচিত হয়ে যান বেশি। তুলসী ওরফে স্মৃতি হয়ে যান ঘরের মেয়ে। কিন্তু তারপর তার জীবনে আসে আবার চাঞ্চল্যকর মোড়। রাজনীতির ময়দানে পা দেন স্মৃতি। ছেড়ে দেন অভিনয়। প্রসঙ্গত তাঁর জনপ্রিয়তা সেসময় যে উচ্চতায় ছিল তা যে বিজেপি কাজে লাগিয়েছিল তা আজ আর বুঝতে বাকি নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভোটের ময়দানে জিতে সোজা ন্রেন্দ্র মোদীর মন্ত্রীসভায় জায়গা করে নেন স্মৃতি নিজগুণে। আর এবার আবার একটি নতুন ট্রেন্ড এসেছে স্মৃতির জীবনে। কার্যত স্মৃতি ইরানিকে বর্তমানে জিমে কসরত করতে দেখা যাচ্ছে। মূলত ফিট থাকার জন্যই তিনি স্বাস্থ্য ও শরীর চর্চায় মন দিয়েছেন বলে জানিয়েছেন নিজেই। সম্প্রতি ইনস্টাগ্রামের সোশ্যাল হ্যান্ডেলে দেখা যাচ্ছে স্মৃতি ইরানির অন্যরূপ। জিমে শরীরচর্চা চলাকালীন তিনি বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন।

বেশ কিছুদিন শারীরিক কসরত করার দরুণ তাঁর শরীরে যথেষ্ট ফারাক এসেছে বলে মনে করছেন নেটিজেনরা। অভিনয় ছেড়ে দেবার পর স্মৃতি একটু স্থূলতার দিকে যান। কিন্তু শারিরীক কসরত ও জিমে ঘাম ঝড়িয়ে তিনি আবার টনড হবার পথে। প্রসঙ্গত, বর্তমানে তিনি বস্ত্র ও কেন্দ্রীয় নারী সুরক্ষা ও শিশু কল্যাণ মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। তাই মন্ত্রী মহোদয়া যখন জিমে গিয়ে কসরত করে ঘাম ঝরাচ্ছেন, স্বাভাবিকভাবেই তা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!