এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার শোকজের কোপে বিজেপির ছয় হেভিওয়েট নেতা, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

এবার শোকজের কোপে বিজেপির ছয় হেভিওয়েট নেতা, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতের সবথেকে বড় রাজনৈতিক দল বিজেপি। প্রথম থেকেই এই দলটি পরিচিত রেজিমেন্টেড দল হিসেবে। পাশাপাশি এটি একটি ক্যাডারভিত্তিক দলও বটে। খুব স্বাভাবিকভাবেই এ ধরনের দলে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবিধি বিশেষ নজরে রাখা হয়। কিন্তু সমস্ত হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি দল। কারণ নির্বাচনের পরিপ্রেক্ষিতে যেই মুহূর্তে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব প্রার্থী তালিকা প্রকাশ করেছে, সঙ্গে সঙ্গেই রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের ব্যাপক অন্তর্কলহ সামনে এসেছে। নেতৃত্বের সিদ্ধান্তের বিরোধিতা করে চলেছে পার্টি অফিস পোড়ানো, ভাঙচুর, রাস্তা অবরোধ ইত্যাদি।

এখনো বিভিন্ন জায়গায় ক্ষোভ প্রকাশ চলছে। কিন্তু আগের তুলনায় পরিস্থিতি কিছুটা ভাল, বা বলা যায় উত্তেজনা কিছুটা স্তিমিত। আর এইবার রাজ্য বিজেপি নেতৃত্ব নেমে পড়েছে অনুশাসনের পাঠ দিতে। আর সেই সূত্রেই এবার বিজেপির 6 হেভিওয়েট নেতাকে শোকজ করা হয়েছে বলে জানা যাচ্ছে। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর প্রার্থীর নাম পছন্দ না হওয়ায় গেরুয়া দলের একাংশ রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাপক আকারে বিক্ষোভ চালিয়েছে। নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছিল। যার ফলে তীব্র অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যেখানে রাজ্য বিজেপি নেতৃত্বকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে জবাবদিহিও করতে হয় বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি দলের নিয়মে ভাঙ্গন ধরালে শোকজের মুখে পড়তেই হবে। আর সেই নিয়ম দেখা গিয়েছে জিতেন্দ্র তিওয়ারির ইস্যুতে। এবার উত্তর দিনাজপুরের বিজেপির 6 হেভিওয়েট নেতাকে শোকজ করা নিয়ে উত্তপ্ত হতে শুরু করেছে রাজ্য রাজনীতি। জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের বিজেপির দলীয় কার্যালয়ে প্রার্থী অপছন্দ হওয়ার কারণে ব্যাপক ভাঙচুর চালান বিক্ষুব্ধ বিজেপির একটি বড় অংশ। আর সেই সূত্রেই ভাংচুরের ঘটনায় জড়িত 6 হেভিওয়েট নেতাকে এবার শোকজ করা হল দলীয় নিয়মানুযায়ী। পঞ্চম এবং শেষ দফার নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরেই রাজ্যজুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা যায়।

সেসময় বিজেপি নেতৃত্ব চুপ থাকলেও এত সহজে যে দোষীদের ছেড়ে দেওয়া হবেনা, তা বোঝা গেল শোকজ নোটিশপর্বে। বিক্ষোভ কিছুটা স্তিমিত হতেই মনে করা হচ্ছে, রাজ্য বিজেপি নেতৃত্ব কড়া হাতে এবার দলীয় নিয়ম নীতির পাঠ পড়াতে শুরু করল। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। এখন দেখার, শোকজ করার ফলে গেরুয়া শিবিরের বিক্ষোভ কি থেমে যাবে নাকি নতুন করে আবার বিক্ষোভের আগুন জ্বলে উঠবে গেরুয়া শিবিরে!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!