এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার শুভেন্দু অধিকারীকে কোণঠাসা করতে অনুগামীদের কোণঠাসা শুরু অধিকারী গড়ে

এবার শুভেন্দু অধিকারীকে কোণঠাসা করতে অনুগামীদের কোণঠাসা শুরু অধিকারী গড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম জড়িয়েছে সমবায় কেলেঙ্কারিতে। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আর এবার মেদিনীপুরের বিভিন্ন কো-অপারেটিভ ব্যাংক থেকে তাঁর অনুগামী ও ঘনিষ্ঠদেরও সরানোর প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। কার্যত তৃণমূল সরকারের মন্ত্রী থাকাকালীন শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারের মেদিনীপুরে সমবায় রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন শুভেন্দু অধিকারী। কার্যত শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে যাওয়ার প্রায় সাথে সাথেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে আর এবার শুভেন্দু অধিকারী অনুগামী বা ঘনিষ্ঠকে সরানোর চেষ্টা।

কার্যত এভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে শাসকদল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক থেকে শুভেন্দু ঘনিষ্ঠ গোপাল মাইতিকে সরানোর কাজ শুরু হয়েছে। এ প্রসঙ্গে মৎস্যমন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের 14 জন ডিরেক্টর। তাঁদের মধ্যে পাঁচজন ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন, বাকি তিন জনের সমর্থন পেলে এই কাজ নিমেষে হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, কাঁথি সমবায় ব্যাংক থেকেই শুভেন্দু অধিকারীকে সরানোর পর রাজ্য সমবায় দপ্তর এবার তাঁর অনুরাগীদের সরানোর ব্যবস্থা গ্রহণ করছে। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূল নেতা দাবি জানিয়েছেন, শুভেন্দু নিজে না থাকলেও তাঁর ঘনিষ্ঠদের দিয়ে নিজস্ব প্রভাব বিস্তার করতে পারেন বিরোধী দলনেতা। তাই অধিকারী প্রভাবমুক্ত বা বলা চলে বিজেপি প্রভাবমুক্ত রাখার জন্য সমবায় রাজনীতিতে বদল আনার চেষ্টা চলছে রাজ্য সরকারের উদ্যোগে। এই মুহূর্তে মেদিনীপুর জেলার তিনটি সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদে শুভেন্দু অধিকারী রয়েছেন।

কাঁথি ছাড়াও বিদ্যাসাগর সমবায় ব্যাংক এবং কাঁথি কার্ড সমবায় ব্যাংকের চেয়ারম্যান তিনি। এই সমস্ত জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে দেওয়া যায়, সে চেষ্টা চলছে। পাশাপাশি অনুগামীদেরও লাভজনক পদ থেকে সরানোর প্রক্রিয়া জারি আছে। গোটা মেদিনীপুর জেলাকে শুভেন্দু অধিকারীর ক্ষমতার প্রভাবমুক্ত করার ব্যাপারে উদ্যোগ নিয়েছে এবার জেলার তৃণমূল নেতারা। আপাতত এই কাজে তৃণমূল কতটা সফল হয়, সে দিকেই নজর রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!