এবার সীমান্তে আক্রান্ত বিএসএফ, শেষমেষ চললো গুলি! উত্তপ্ত পরিস্থিতি! উত্তরবঙ্গ রাজ্য January 13, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে সীমান্তে মাঝেমধ্যেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিএসএফের সঙ্গে বিজিবির টানাপোড়েন মারাত্মক আকার ধারণ করেছে। আর এই পরিস্থিতিতে এবার সীমান্তে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হলো বিএসএফ। সূত্রের খবর, এদিন কোচবিহারের মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বুড়াবুড়ি এলাকায় ভয়ংকর ঘটনা ঘটে। যেখানে ভারত-বাংলাদেশ সীমান্তে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয় বিএসএফ। পরবর্তীতে পরিস্থিতি এতটাই আয়ত্তের বাইরে বেরিয়ে যায় যে, বাধ্য হয়ে বিএসএফকে গুলি চালাতে হয়। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত আবার উত্তপ্ত হতে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -