এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এবার শিশু সুরক্ষা কমিশনের কোপে গেরুয়া শিবির, তীব্র অস্বস্তি বিজেপির অন্দরে

এবার শিশু সুরক্ষা কমিশনের কোপে গেরুয়া শিবির, তীব্র অস্বস্তি বিজেপির অন্দরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এ মাসের শেষেই রাজ্যজুড়ে শুরু হতে চলেছে প্রথম দফার নির্বাচন। ইতিমধ্যে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল শুরু করে দিয়েছে রমরমিয়ে প্রচার অভিযান। পাশাপাশি চলছে মনোনয়নপত্র দাখিল। তবে এই প্রচার পর্বেই বড়োসড়ো অস্বস্তির মুখে এবার গেরুয়া শিবির। জোরদার প্রচার যখন জমে উঠেছে রাজ্যে, ঠিক সেসময় খেজুরিতে বিজেপির প্রচার ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, খেজুরিতে গেরুয়া শিবিরের যে প্রচার হয়েছে, সেই প্রচারে শিশুদের ব্যবহার করা হয়েছে। আর এই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। প্রসঙ্গত নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোট প্রচারে কোনোভাবেই শিশুদের ব্যবহার করা যাবেনা।

যদি ব্যবহার করা হয় তা পুরোপুরি অনৈতিক এবং বেআইনি বলে ধরে নেওয়া হবে। প্রসঙ্গত জানা গিয়েছে, খেজুরি বিধানসভা এলাকার আজানবাড়িতে বিজেপি প্রার্থী শান্তনু প্রামানিক যখন প্রচারে গিয়েছিলেন, তখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের একটা অংশও তাতে যোগ দিয়েছিল এবং তাঁদের মুখেও গেরুয়া শিবিরের স্লোগান শোনা গিয়েছে। 

এছাড়াও  সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কথা- তা হলো ছোটদের এই মিছিলে মধ্যমণি হয়ে প্রচারে ছিলেন খেজুরির বিজেপি প্রার্থী শান্তনু প্রামানিক। একটি ভিডিওর মাধ্যমে এই ঘটনা সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক স্লোগান তুলেছেন এবং তাঁর সাথে সুর মেলাচ্ছে মিছিলে থাকা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গেছে চাপান-উতোর। ইতিমধ্যে এই ঘটনা নজরে এসেছে রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের। সংস্থার চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং পাশাপাশি এই বেআইনি কাজের বিরুদ্ধে তাঁরা যে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন, তাও জানিয়েছেন।

 অন্যদিকে ভোটের আগে এ ধরনের ঘটনা সামনে আসার স্পষ্টতই বিপাকে গেরুয়া শিবির। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে, যেহেতু ছোটদের স্কুল খোলেনি তাই নির্বাচনে তাঁরাও বিজেপির প্রচার চলে এসেছে। সুর মিলিয়ে স্লোগান তুলেছে। এটা নিতান্তই সাধারণ ঘটনা।

পাশাপাশি এলাকার স্থানীয় বিজেপি নেতারা দাবি করেছেন, বিষয়টি যে কমিশনের নির্বাচনী আচরণবিধির বাইরে তা বোঝা মাত্রই শিশুদের এই প্রচার থেকে বার করে দেওয়া হয়। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা যে গেরুয়া শিবিরকে বড়সড় বিপাকে ফেলতে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞদের। অন্যদিকে এই ঘটনাকে আশ্রয় করে গেরুয়া শিবিরকে যে ভালোমতোই কোণঠাসা করা হবে, তা নিয়ে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক মহলের অনেকেই। এবার দেখার, এই বিতর্ক কি করে সামাল দেয় গেরুয়া শিবির!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!