এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার স্লোগান নিয়ে অশান্তি তৃণমূল ও বিজেপির মধ্যে, ব্যাপক চাপানউতোর রাজনৈতিক মহলে

এবার স্লোগান নিয়ে অশান্তি তৃণমূল ও বিজেপির মধ্যে, ব্যাপক চাপানউতোর রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – স্লোগান নিয়ে অশান্তির ঘটনা এই প্রথম নয়। বিজেপির স্লোগান নিয়ে বিভিন্ন সময়ে অশান্তির সৃষ্টি হয়েছে রাজ্যে। কিছুদিন আগে পর্যন্ত দেখা গিয়েছে জয় শ্রীরাম স্লোগান না দেওয়ায় এক তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করা হয়। সেই কর্মী এখনো হাসপাতালে। কিন্তু এবার উল্টো ঘটনা। ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি রাজারহাট এলাকায়। সূত্রের খবর, ‘জয় শ্রীরাম’ স্লোগানকে কেন্দ্র করে সোমবার রাতে তুলকালাম অশান্তি শুরু হয় রাজারহাটে।

বিজেপির অভিযোগ ‘জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য তাঁদের উপর মারধর করা হয়। যথারীতি তাঁদের অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ইতিমধ্যেই রাজারহাট-অমরাহাটি রোডে বিজেপির একাংশ অবরোধ করেছে। জানা গিয়েছে, সোমবার রাতে অমরাহাটির একদল বিজেপি সমর্থক গঙ্গাজল আনতে গিয়েছিলেন। রাস্তার ওপর ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয় তাঁরা। তাঁদের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। বিজেপির দাবি, এই সমস্ত দুষ্কৃতী তৃণমূল ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ওই দুষ্কৃতীরা বিজেপি সমর্থকদের বেধড়ক মারধর করে। এরপর পুলিশের কাছে বিজেপি সমর্থকরা অভিযোগ জানায়। কিন্তু গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পরেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। যথারীতি এরপরে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজারহাট গোপালপুর বিজেপি প্রার্থী ভাস্কর রায় জানিয়েছেন, এই সম্পূর্ণ ঘটনার জন্য তৃণমূল দায়ী। তাঁর অভিযোগ ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার জন্য একমাত্র তৃণমূল কর্মীরা হামলা চালিয়েছে তাঁদের ওপর। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

যদিও সম্পূর্ণ ঘটনার দায় ইতিমধ্যেই অস্বীকার করেছে তৃণমূল। রাজ্যে এখনও বাকি চার দফার নির্বাচন। কিন্তু তার আগেই যেভাবে রাজ্যজুড়ে অশান্তি মাত্রাছাড়া হারে বেড়ে চলেছে, তাতে আশংকা প্রকাশ করছে রাজনৈতিক মহলের অনেকেই। গত চতুর্থ দফার নির্বাচনে কিন্তু এমনিতেই রাজ্যে সীমাহীন রক্তপাত হতে দেখেছে সবাই। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবারের নির্বাচন বাংলায় করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি প্রতিনিয়তই ধাক্কা খাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!