এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার সচেতনতামূলক পোস্ট করেও নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে হেভিওয়েট বিজেপি নেতা

এবার সচেতনতামূলক পোস্ট করেও নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে হেভিওয়েট বিজেপি নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপি বা আরএসএস নেতাদের বরাবরই দেখা যায় গোদুগ্ধ বা গোমূত্রর প্রতি তাঁরা বিশেষ নজর দেন। বিভিন্ন ক্ষেত্রে বিজেপি নেতারা দাবি করেন, তাঁরা গোমূত্র পান করেন বলে। এ রাজ্যের গেরুয়া নেতাদের মধ্যে দিলীপ ঘোষকে দেখা গেছে, বিভিন্ন সময় তিনি বিতর্কিত মন্তব্য করেছেন গো সংক্রান্ত এবং তাই নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। 2019 এর নভেম্বরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন গরুর দুধে সোনা থাকে বলে। যথারীতি তাই নিয়ে নেটিজেনরা চূড়ান্ত কটাক্ষ করতে শুরু করেন, দিলীপ ঘোষকে। আবারও গরু সংক্রান্ত পোস্ট করে সমালোচনার শীর্ষে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

তবে এবার আর দিলীপ ঘোষ বিতর্কিত কোনো মন্তব্য করেননি। বরং বিশ্ব খাদ্য দিবস এর গুরুত্ব বোঝাতে তিনি দুধ ও দুগ্ধজাত পণ্যকে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছেন। তাতেও নিস্তার পাননি বিজেপি নেতা। বছর দেড়েক আগের কটাক্ষ আর বিদ্রুপ ফিরে এলো রাজ্য বিজেপি সভাপতির এই পোস্টে। পাশাপাশি দিলীপ ঘোষের গরুর দুধের সোনা থাকার মন্তব্য আবারও উঠে এসেছে এই পোস্টে। প্রসঙ্গত, 2019 এ বর্ধমান শহরের টাউন হলে ঘোষ এবং গাভী কল্যাণ সমিতির সভায় গিয়ে দিলীপ ঘোষ দাবি করেছিলেন, গরুর দুধে যেহেতু সোনা থাকে তাই গরুর দুধে হলুদের ভাব থাকে।

পাশাপাশি দিলীপ ঘোষ ব্যাখ্যা দিয়েছিলেন দেশি গরুর কুঁজের মধ্যে স্বর্ণনাড়ি থাকে তাই সূর্যের আলো পড়লে সেখান থেকে সোনা তৈরি হয়। যথারীতি দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে ব্যাপক হাস্যরস তৈরি হয় এবং খুব স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের তত্ত্ব বিতর্কিত তকমা পায়। যদিও হাজার কটাক্ষ, হাজার বিতর্ক হওয়া সত্বেও দিলীপ ঘোষ তাঁর কথা থেকে কিন্তু একচুলও নড়েননি। এবারেও দিলীপ ঘোষ যখন দুগ্ধ দিবস ফেসবুক পোস্ট করেন গরুর দুধ এর প্রয়োজনীয়তা নিয়ে, ঠিক সে সময় আবারও বিভিন্ন কটাক্ষ এবং শ্লেষ মিশ্রিত জবাব আসতে থাকে তাঁর পোস্টে। ব্যঙ্গ বিদ্রুপের বন্যা বয়ে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে টুইটারের থেকে বেশি আক্রমণ হয়েছে দিলীপ ঘোষের ফেসবুক পোস্টটিতে। দেখা গেছে, দিলীপ ঘোষের এই পোস্ট ফেসবুকে বিভিন্ন প্রতিক্রিয়া পেয়েছে 15 হাজারের বেশি। শেয়ার হয়েছে 380 টি এবং মন্তব্য এসেছে বারোশোর বেশি। আর প্রত্যেকটি মন্তব্যই প্রায় তীব্র কটাক্ষ এবং শ্লেষ মিশ্রিত। সাথে বিভিন্ন অশ্লীল ও কটুকথাও দিলীপ ঘোষের উদ্দেশ্যে বলা হয়েছে। প্রসঙ্গত বিভিন্ন সময় দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, শরীর ঠিক রাখতে তিনি গোমূত্র পান করেন।

এবারের পোস্টে তিনি অবশ্য সেই প্রসঙ্গ উল্লেখ করেননি। কিন্তু তা সত্বেও তাঁর ‘গরুর দুধে সোনা থাকে’ মন্তব্যের পাশাপাশি গোচনা নিয়েও তিনি তীব্র কটাক্ষের মুখে পড়েছেন। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ যেসব কথা বলেছেন এতদিন ধরে, তা যে নেট বাসিন্দারা খুব একটা ভালোভাবে নেননি সে কথা পরিষ্কার। আর তাই বর্তমানে দুগ্ধ দিবসে তিনি সচেতনতামূলক পোস্ট করলেও তাঁর পূর্ব বক্তব্যের জেরে তীব্র সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েছেন রাজ্য বিজেপি সভাপতি।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!