এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার সোশ্যাল মিডিয়ায় ভুলের কারণে নেটজনতার হাসির খোরাক বঙ্গ বিজেপি শিবির

এবার সোশ্যাল মিডিয়ায় ভুলের কারণে নেটজনতার হাসির খোরাক বঙ্গ বিজেপি শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে প্রায় সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। রাজনীতিবিদরাও এখন তাদের প্রচারের অঙ্গ করে তুলেছেন সোশ্যাল মিডিয়াকে। কিন্তু এই মিডিয়াও কোন কোন সময় অত্যন্ত বিড়ম্বনার সৃষ্টি করে। কার্যত গেরুয়া শিবিরকে এবার সোশ্যাল মিডিয়ার বিড়ম্বনার কারণে নেট জনতার হাসির খোরাক হতে হলো। বঙ্গ বিজেপির টুইটের মাধ্যমে যে তথ্য সামনে এসেছে, তা দেখে রীতিমতো হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রীসভায় এবার 4 জন সাংসদ প্রতিমন্ত্রীর জায়গা পেয়েছেন বাংলা থেকে। তার মধ্যে অন্যতম হলেন নিশীথ প্রামাণিক। যিনি শুক্রবার সকালে শাস্ত্রী ভবনে গিয়ে নিজের দায়িত্ব বুঝে নিয়েছেন।

নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন। অন্যদিকে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরও কেন্দ্রীয় মন্ত্রীসভায় জাহাজ বন্দর ও জনপথ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তবে এখনো পর্যন্ত তিনি তাঁর দায়িত্ব বুঝে নেননি। সূত্রের খবর, রবিবার এই দপ্তরের পূর্ণমন্ত্রী আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর দায়িত্ব বুঝে নেবেন। কিন্তু তার আগেই বঙ্গ বিজেপির সোশ্যাল মিডিয়া টিম ফলাও করে সেই খবর ছড়িয়ে দেয় টুইটারে। প্রথমত দপ্তর ঘোষণা হলেও শান্তনু ঠাকুর কিন্তু এখনো প্রতিমন্ত্রীর দায়িত্ব নেননি। শুধুমাত্র নিশীথ প্রামাণিক দায়িত্বভার গ্রহণ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তার আগেই বৃহস্পতিবার টুইট করে বঙ্গ বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় নিশীথ প্রামাণিক ও শান্তনু ঠাকুর মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেছেন। একই সাথে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়ালের উপস্থিতিতে কেন্দ্রীয় বন্দর, জাহাজ এবং জলপথ বন্দরের প্রতিমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করেছেন শান্তনু ঠাকুর, যা সর্বৈব ভুল। কারণ শান্তনু ঠাকুর যে দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন তার পূর্ণমন্ত্রী করা হয়েছে সর্বানন্দ সোনোয়ালকে। অন্যদিকে অর্জুনরাম মেঘওয়াল সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী। সবমিলিয়ে পুরোটাই যে জট পাকিয়ে দিয়েছে বিজেপির সোশ্যাল মিডিয়া টিম সে কথা বলাইবাহুল্য।

একই সাথে যে ছবি দেওয়া হয়েছে শান্তনু ঠাকুরের মন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নেওয়ার, সেটাও ভুল। আগে বিজেপি দপ্তরে গিয়েছিলেন বনগাঁর সাংসদ। সেখানকার ছবি তুলে এনে মন্ত্রকের দায়িত্ব নেওয়ার ছবি বলে চালানোর চেষ্টা করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় এহেন ভুল নেটদুনিয়ায় হাসির খোরাক তৈরি করেছে গেরুয়া শিবিরকে। সেক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে তা অত্যন্ত সচেতন ভাবেই ব্যবহার করা উচিত। এক্ষেত্রে একটিমাত্র ভুলও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!