এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা! কি লিখলেন? কেন লিখলেন? জেনে নিন

এবার সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা! কি লিখলেন? কেন লিখলেন? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণের বেশ কিছু সময় পূর্ব থেকেই ভারতের অর্থনীতি একাধিক সমস্যায় জর্জরিত ছিল। এরপর দেশজুড়ে করোনার সংক্রমণ এর ফলে অর্থনৈতিক দুরবস্থা চরমে পৌঁছায়। একেবারে মুখ থুবরে পড়ে দেশের অর্থনীতি। লকডাউন ফলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ ভাবে স্তব্ধ হয়ে যায়। প্রসঙ্গত চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জুন মাসে কেন্দ্র জিএসটি বাবদ আদায় করতে সক্ষম হয়েছে মাত্র ১.৮৫ লক্ষ কোটি টাকা। গত বছর এর পরিমাণ ছিল ৩.১৪ লক্ষ কোটি টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর জিএসটি বাবদ আয় প্রায় অর্ধেক হয়ে পড়েছে। এর ফলে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে এসেছে। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের পক্ষে রাজ্য সরকারগুলোকে জিএসটির ক্ষতিপূরণ দান কিছুতেই আর সম্ভবপর হয়ে উঠছে না। কেন্দ্রীয় সরকারের এই অক্ষমতার বিষয়টি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দিয়েছেন রাজ্য সরকার গুলিকে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই বক্তব্যের পর রাজ্যের জিএসটির ক্ষতিপূরণের অর্থ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বেশকিছু বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রী। যাদের মধ্যে আছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ু মুখ্যমন্ত্রী ই কে পালানস্বামী, ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন প্রমুখরা। সম্প্রতি রাজ্যে জিএসটি ক্ষতিপূরণের অর্থর আবেদন করে বারেবারে ব্যর্থ হয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা এই বিশেষ চিঠিতে মুখ্যমন্ত্রী লিখলেন, ” GST নিয়ে যে সিদ্ধান্ত জানানো হয়েছে তাতে আমি গভীর ভাবে ব্যথিত। এটি ভারত সরকারের নৈতিক প্রতিশ্রুতিভঙ্গের সামিল। যুক্তরাষ্ট্রীয় কাঠামোরও পরিপন্থী।”

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অবগত করলেন যে, গত ২০১৩ সালে অরুন জেটলি জানিয়েছিলেন যে, সে সময় কেন্দ্রীয় সরকার রাজ্য গুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ GST র না দেওয়ায় তিনি GST রূপায়নের বিরোধিতা করেছেন। এরপর গত ১৪ ই মার্চ কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যগুলিকে GST বাবদ ক্ষতিপূরণ দিতে মূলত বাধ্য কেন্দ্রীয় সরকার। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার নিজেরই দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

প্রসঙ্গত, জিএসটি বাবদ ক্ষতিপূরণ দিতে অপারগ হয়ে রাজ্য সরকার গুলিকে অধিক পরিমানে ঋণ নেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। কিন্তু কেন্দ্রের এই প্রস্তাব মানতে রাজি নন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি জানালেন, ” GST ক্ষতিপূরণ না পেলে রাজ্যগুলিকে কোটি-কোটি টাকা ধার করতে হবে। তাতে রাজ্যগুলির অবস্থা আরও করুণ হবে।”

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানালেন যে, কেন্দ্রীয় সরকারের কাছে ঋণ গ্রহণ করলে সেই ঋণের সুদ দিতে হয় রাজ্যকে। ফলে রাজ্যের আর্থিক বিপদ আরও বেড়ে যাবে। তাই কেন্দ্রীয় সরকারের কাছে তাঁর নিদান , ” কেন্দ্রীয় সরকার ঋণ নিলে কম সুদ দিতে হয়। তই কেন্দ্রের উচিৎ টাকা ধার করে রাজ্যগুলিকে দেওয়া।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!