এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার সরাসরি ‘তোলাবাজিতে’ মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে বড়সড় বিতর্ক বাড়ালেন হেভিওয়েট বিজেপি সাংসদ

এবার সরাসরি ‘তোলাবাজিতে’ মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে বড়সড় বিতর্ক বাড়ালেন হেভিওয়েট বিজেপি সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই বাংলার রাজনীতিতে শুরু হচ্ছে চূড়ান্ত বাকযুদ্ধ। এমনিতেই একুশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে টানটান উত্তেজনা বাংলার রাজনৈতিক মহলে। এর সাথেই শুরু হয়েছে সম্প্রতি রাজনৈতিক শিবিরগুলোতে দলবদল। অন্যদিকে দুই বিরুদ্ধ দল একে অপরের বিরুদ্ধে রীতিমত কড়া মনোভাব নিয়ে কটাক্ষ করে চলেছেন প্রতিনিয়ত। এবার সরাসরি সেই রাস্তায় হেঁটে শাসকদলের মন্ত্রীকে আক্রমণ করে বসলেন বনগাঁর বিজেপি সাংসদ।

গত বেশ কিছুদিন ধরে শাসক শিবিরের দিকে একের পর এক অভিযোগ আনছে গেরুয়া শিবিরের নেতা-নেত্রীরা। এবার সেইদিকে একধাপ এগিয়ে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রীতিমতো চোর বলে সম্বোধন করলেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। শান্তনু ঠাকুর তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা আবহে রেশনিং দুর্নীতির অভিযোগের ভিত্তিতে খাদ্য মন্ত্রীর সচিবকে পরিবর্তন করেছেন।

কিন্তু খাদ্যমন্ত্রী চোর হলেও তাঁকে পরিবর্তন করার সাহস দেখাতে পারেননি। এবং এ প্রসঙ্গে তিনি অভিযুক্ত করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে তৃণমূলের বর্তমান পরিস্থিতি নিয়ে শান্তনু ঠাকুর রীতিমতো কটাক্ষ করে বলেছেন, শাসক দলের তৃণমূলের সদস্যকে যখন কান ধরে সর্বসমক্ষে উঠবস করতে হচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে দলের বর্তমান পরিস্থিতি কি রকম! উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের এক নেতাকে প্রকাশ্যে কান ধরে উঠবস করতে দেখা যায় এবং সেই নেতাকে দুর্নীতির অভিযোগে তৃণমূলের তরফ থেকে বহিষ্কারের কথা বলা হয়েছে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বর্তমানে বিজেপি শিবিরে মানুষের সংখ্যা বাড়ছে বলে দাবী করছে গেরুয়া শিবির। আর এর কারণ হিসেবে বনগাঁর ঠাকুরবাড়ির বিজেপি সাংসদ জানিয়েছেন, সাধারণ মানুষের মনে বিজেপি আস্থাভাজন হয়ে উঠছে দিন দিন, তাই এই পরিবর্তন বিশেষ করে চোখে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, যত দিন যাচ্ছে বাংলার রাজনৈতিক ময়দানে ঘাশফুল বনাম পদ্মফুলের লড়াই আরো তেতে উঠছে।অবশ্য বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত শাসকদলের পক্ষ থেকে কেউ কোনো মন্তব্য করেনি বলেই জানা গেছে।

তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামী দিনের যুদ্ধের কথা মাথায় রেখে যেভাবে রাজ্য বিজেপি শাসকদলের বিরুদ্ধে প্রতিনিয়ত ঘুরে দাঁড়াচ্ছে এবং আক্রমণ শানাচ্ছে তা কিন্তু শাসক দল যদি এখনই প্রতিহত না করতে পারে তাহলে ভবিষ্যতে শাসক দলের পক্ষে অবস্থা অনুকূল নাও থাকতে পারে। অন্যদিকে আগামীদিনের বাংলার মসনদ দখলের লড়াই এখনই যে বেশ জমে উঠেছে সেকথা নিঃসন্দেহে বলা যায়। আপাতত বাংলার রাজনৈতিক পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেদিকে লক্ষ্য রাখবে রাজ্যের ওয়াকিবহাল মহল

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!