এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার স্পীকারের নোটিশ মুকুল রায়কে, মামলা নিয়ে বাড়ছে জল্পনা

এবার স্পীকারের নোটিশ মুকুল রায়কে, মামলা নিয়ে বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুকুল রায় তৃণমূলে আসার পর থেকেই তাঁর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে গেরুয়া শিবির। কার্যত তাঁকে কোণঠাসা করার উদ্যোগ নিয়ে মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার ব্যবস্থা নেয় বিজেপি। ইতিমধ্যেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই অনুযায়ী মামলাও করা হয়েছে বিরোধী দলনেতার উদ্যোগে। গতকাল ছিল এই মামলার দ্বিতীয় শুনানি। কিন্তু দ্বিতীয় দিনের শুনানিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উপস্থিত থাকতে দেখা গেলেও ছিলেন না মুকুল রায়।

বলা হচ্ছে, তিনি মুখ্যমন্ত্রীর সাথে দিল্লী সফরে থাকার কারণে দ্বিতীয় দিনের শুনানিতে যোগ দিতে পারেননি। তাই এবার কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়কে স্পিকারের তরফ থেকে নোটিশ পাঠানো হচ্ছে বলে জানা যাচ্ছে। শুক্রবার দ্বিতীয় দিনের শুনানিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার পর এবার বিধানসভার স্পীকারের পক্ষ থেকে তৃণমূলে যোগদানকারী মুকুল রায়কে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়। এবং এই চেয়ারম্যান পদটি মুকুল রায় লাভ করেন এখনও পর্যন্ত বিধানসভায় খাতায় কলমে বিজেপি বিধায়ক থাকার সুবাদে, যা কার্যত মেনে নিতে না পেরে গেরুয়া শিবির ফুঁসে উঠেছে। মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে বিজেপি বিধায়করা মেনে নিতে না পেরে শেষপর্যন্ত তাঁরা  বিধানসভার যেসব কমিটির চেয়ারম্যান ছিলেন, তাঁর প্রত্যেকটি থেকে তাঁরা পদত্যাগ করেছেন।

এমনকি পিএসির কোন বৈঠকেও তাঁরা মুকুল রায়ের অধীনে যোগ দেবেন না বলে জানিয়েছেন। এই পর্যন্ত দেখে বলাই যায়, মুকুল রায় এখনো পর্যন্ত তীব্র অস্বস্তির কাঁটা হয়ে রয়েছে গেরুয়া শিবিরে। পাশাপাশি মুকুল রায়ের বিধায়ক পদ বাতিল হবে কিনা সে ব্যাপারেও কোন সবুজসংকেত এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে নজর থাকবে আগামী দিনের শুনানির ওপর। পাশাপাশি মুকুল রায় এবার নিজের পক্ষ অবলম্বন করে কি বক্তব্য রাখেন, এখন সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!