এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার স্বজনপোষণের অভিযোগে বিদ্ধ বিজেপি বিধায়ক, বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের

এবার স্বজনপোষণের অভিযোগে বিদ্ধ বিজেপি বিধায়ক, বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন পর্যন্ত তৃণমূলের সাংসদ, বিধায়কদের দিকে গেরুয়া শিবিরের পক্ষ থেকে স্বজনপোষণের অভিযোগ আনা হয়েছে। কিন্তু এবার অন্য ছবি। এবার বিজেপি বিধায়ককে ঘিরে স্বজনপোষণের অভিযোগে উত্তাল রানীগঞ্জে। প্রসঙ্গত, আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে বেছে বেছে শুধুমাত্র বিজেপির লোকজনকে ত্রিপল দেওয়ার অভিযোগ উঠেছে, যা রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সূত্রের খবর, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল শনিবার রানীগঞ্জে ব্যাপক বিক্ষোভের মুখোমুখি হন।

সূত্রের খবর, রানীগঞ্জের জে কে নগর এলাকায় রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের বিনোদ নুনিয়ার নেতৃত্বে বেশ কিছু তৃণমূল কর্মী, সমর্থকরা আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগ, বিজেপি বিধায়ক বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ত্রিপল দিচ্ছেন।

সেক্ষেত্রে এলাকার সাধারণ মানুষ এবং তৃণমূল সমর্থকরা সাহায্য পাচ্ছেননা। আর তাই নিয়েই বিধায়ক অগ্নিমিত্রা পালের সঙ্গে এদিন বিনোদ নুনিয়ার ব্যাপক বচসা শুরু হয়। অগ্নিমিত্রা পালের দেহরক্ষী তাঁকে সরিয়ে নিয়ে যেতে গেলে আগুনে ঘি পড়ে। অশান্তি চরমে ওঠে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরে অবশ্য পঞ্চায়েত সমিতির সভাপতিকে আশ্বস্ত করা হয়। তাঁকে বলা হয়, সবাইকেই ত্রিপল দেওয়া হবে। অন্যদিকে বিনোদ নুনিয়া দাবি করেছেন, বিধায়ক অগ্নিমিত্রা পালকে নির্দেশ অনুযায়ী 300 জনের তালিকা তৈরি করে পাঠানো হয়েছিল। কিন্তু তার পরেও ত্রিপল দেওয়া হয়নি। সেই সূত্রেই শনিবার যখন অগ্নিমিত্রা পাল জে কে নগর এলাকা পরিদর্শন করতে যান, সে সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। অন্যদিকে অগ্নিমিত্রা পাল রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগে তাঁকে আশ্বাস দিয়ে বলেন, ত্রিপল বিলির ক্ষেত্রে তৃণমূল বা বিজেপি নয়, সবাইকে দেওয়া হবে।

সেক্ষেত্রে তিনি নিজেকে সবার বিধায়ক বলে দাবি করেন। অন্যদিকে পরে অগ্নিমিত্রা পাল এই ঘটনা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে জানান, তিনি বিরোধী দল করেন বলেই তাঁকে এলাকায় এভাবে অশ্রাব্য ভাষায় আক্রমণ করা হয়েছে, হেনস্থা করা হয়েছে যা কখনোই কাম্য নয়। সবমিলিয়ে ত্রিপল কাণ্ড নিয়ে রীতিমতো রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে রানীগঞ্জে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, বিজেপি বিধায়ক হওয়ার দরুণ হয়তো অগ্নিমিত্রাকে এই সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এখন দেখার বিধায়ক কিভাবে এই সমস্যার সামাল দেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!