এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার স্বাস্থ্যসাথী কার্ড নেবার ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর, জনসংযোগে জোর দেওয়াই মূল লক্ষ্য

এবার স্বাস্থ্যসাথী কার্ড নেবার ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর, জনসংযোগে জোর দেওয়াই মূল লক্ষ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্যের শাসক দল তৃণমূল কিন্তু ব্যাপকভাবে জনসংযোগে নেমেছে। ‘দিদিকে বল’ কর্মসূচি যদি উপনির্বাচনের তুরুপের তাস হয়ে থাকে, তাহলে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে তৃণমূলের ট্রাম্পকার্ড। এবং এই জনসংযোগ কর্মসূচী যে তৃণমূলের স্কোরবোর্ডে এক্সট্রা নাম্বার যোগ করবে সে কথা বলাইবাহুল্য। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার কর্মসূচি ঘোষণা করার সাথে সাথে রাজ্যের প্রতিটি মানুষ যাতে স্বাস্থ্যের সুবিধা পান, সেজন্য স্বাস্থ্য সাথী কার্ড এর সূত্রপাত করেন।

তবে রাজ্যের সমস্ত মানুষের সাথে সাথে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও স্বাস্থ্য সাথীর কার্ড এর আওতায় থাকবেন বলে ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিনই কোনরকম সরকারি সুযোগ-সুবিধা নেন না বলে দাবি তৃণমূলের। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ঘোষণা করেছেন তিনি স্বাস্থ্য সাথী কার্ড এর সুবিধা গ্রহণ করবেন। মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য তিনি তাঁর বাড়ি সংলগ্ন হরিশ চ্যাটার্জি রোড এর জয়হিন্দ ভবনে স্বাস্থ্য সাথী কার্ড বিতরণের শিবিরে লাইন দিয়ে স্বাস্থ্য সাথী কার্ড নেবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম সরকারি সুবিধা গ্রহণ করতে চলেছেন। এতদিন পর্যন্ত তিনি তাঁর বেতনের পুরোটাই মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিয়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে। এমনকি সাংসদ থাকাকালীনও তিনি বেতন নিতেন না। কিন্তু এবার মুখ্যমন্ত্রীর সগর্বে ঘোষণা স্বাস্থ্য সাথী কার্ড তিনি গ্রহণ করবেন। একুশের বিধানসভা নির্বাচনে তিনি জোর দিচ্ছেন জনসংযোগ কর্মসূচিতে। আর সেক্ষেত্রে স্বাস্থ্য সাথী কার্ড বিতরণ শিবিরে উপস্থিত হয়ে তিনি নিজের কার্ড সংগ্রহ করার পাশাপাশি কিন্তু উপস্থিত এলাকাবাসীর সাথেও জনসংযোগ স্থাপন করবেন বলেই নিশ্চিত রাজনৈতিক মহল। একই সাথে জানা গিয়েছে, স্বাস্থ্য সাথী কার্ড এর গ্রহণযোগ্যতা নিয়েও তিনি বার্তা দেবেন।

তবে বিরোধীরা মুখ্যমন্ত্রীর এই স্বাস্থ্যসাথী কার্ড নেওয়ার কর্মসূচির বিরুদ্ধে ইতিমধ্যে বলতে শুরু করেছেন। তাঁদের মতে, পুরোটাই রাজনৈতিক গিমিক। প্রচারমাধ্যমের নজর কাড়ার জন্যই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত। অন্যদিকে রাজনীতির কারবারিরা কিন্তু মনে করছেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21 এর বিধানসভা নির্বাচনে ছক্কা হাঁকানো পরিকল্পনা করছেন। সেক্ষেত্রে তৃণমূলের বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও কিন্তু জনসংযোগ তৃণমূলের পায়ের তলার মাটি শক্ত করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। আপাতত দেখার, মুখ্যমন্ত্রীর এই ছক্কা বাউন্ডারির মধ্যেই বিরোধীরা আটকাতে পারে নাকি তৃণমূল নেত্রী ক্যাচ আউট হন বিরোধীদের হাতে!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!