এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার থেকে ঘরে বসেই পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স, জেনে নিন রাজ্য সরকারের যুগান্তকারী উদ্যোগ

এবার থেকে ঘরে বসেই পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স, জেনে নিন রাজ্য সরকারের যুগান্তকারী উদ্যোগ


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকার কর্মসূচি চালু করেছিল রাজ্য সরকার। যার জনপ্রিয়তা দেখে পরবর্তীতে দুয়ারে রেশন প্রকল্প শুরু করা হয়। আর এবার দুয়ারে ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি চালু হল রাজ্যে। তবে, রাজ্যের সর্বত্র এখনই নয়, সর্বপ্রথম এই কর্মসূচি চালু হলো ঘাটালে। আবেদনকারীদের হাতে খুব সহজে ড্রাইভিং লাইসেন্স পৌঁছে দেওয়া যেমন এই কর্মসূচির উদ্দেশ্য, তেমনি এর অন্যতম উদ্দেশ্য হলো পথ দুর্ঘটনা কমানো, রাস্তা ঘাটকে যানজট মুক্ত করা।

ঘাটালের দাসপুর ১, দাসপুর ২ ব্লক, চন্দ্রকোনা ১, চন্দ্রকোনা ২ ব্লকে দুয়ারে ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি শুরু হলো। ব্লকে ব্লকে গিয়ে শিবির করলেন মটোর ভিকেলস অফিসের কর্মীরা। সমস্ত আবেদনকারীদের কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রয়োজনীয় নথিপত্র দেখার পরই তাদের হাতে লার্নার সার্টিফিকেট তুলে দেয়া হয়েছে। জানানো হয়েছে, এই সার্টিফিকেট সঙ্গে নিয়ে এক মাস পর ট্রায়াল দিলেই ড্রাইভিং লাইসেন্স খুব সহজে পাওয়া যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্য সরকারের এই উদ্যোগ প্রসঙ্গে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানালেন, প্রশাসনিক দপ্তরে আবেদন জানাবার পর ড্রাইভিং লাইসেন্স হাতে পেতে অনেকটা সময় চলে যেত। কিন্তু এবার ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করার পর এর নথিপত্র যাচাই করে লার্নার সার্টিফিকেট হাতে তুলে দেয়া হয়েছে। যার ফলে লাইসেন্স প্রক্রিয়া আরো সহজ হয়ে গেল। আগামী দিনে এই ধরনের কর্মসূচি আরো বেশি করে গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে তিনি আরও জানালেন, বর্তমান দিনে পথ দুর্ঘটনা হয়ে দাঁড়িয়েছে নিত্যদিনের বিষয়। বারবার পথ দুর্ঘটনার ফলে একদিকে যেমন যানজট বাড়ছে, অন্যদিকে কোন না কোন পরিবার তাদের আপনজনকে হারাচ্ছে। এই কারণে সব সময় সেভ ড্রাইভ সেভ লাইফ, হেলমেট পড়ে বাইক চালানোর বার্তা দেয়া হচ্ছে। কিন্তু এরপরও বিপদ ঘটছে। এবার এই বিপদ কমাতেই এই ধরনের উদ্যোগ নিল রাজ্য সরকার।

এভাবেই ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়াকে আরও অনেকটা সহজ করে তা একেবারে ঘরের দরজায় পৌঁছে দিয়েছে রাজ্য সরকার। আগামী দিনে এই প্রকল্প যদি রাজ্যজুড়ে গ্রহণ করা হয়। তবে বিশেষভাবে উপকৃত হবেন সাধারণ মানুষ, এমনটাই অভিজ্ঞ মহলের মতামত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!