এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার থেকে প্রত্যেক সোমবার বিজেপির ঘর ভাঙবে তৃণমূল? হেভিওয়েট নেতার দাবি ঘিরে তীব্র চাঞ্চল্য

এবার থেকে প্রত্যেক সোমবার বিজেপির ঘর ভাঙবে তৃণমূল? হেভিওয়েট নেতার দাবি ঘিরে তীব্র চাঞ্চল্য

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এখন যাবতীয় গুটি সাজানোর কাজ চলছে বাংলার রাজনৈতিক শক্তিগুলোর। একে অপরকে মাত দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে প্রত্যেকেই। নিজেদের শক্তি বাড়ানোর উদ্দেশ্যে মেতে উঠেছে বর্তমানে শাসক-বিরোধী উভয় শিবিরই। তবে শক্তি বাড়ানোর কথাই যখন হচ্ছে, তখন বর্তমানে উত্তরবঙ্গে শাসক শিবির তৃণমূল ক্রমশ তাঁদের সংগঠন জোরদার করছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশরা।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গ থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল তৃণমূল। সম্প্রতি কোচবিহারের দলের জেলা কার্যালয়ে আজ বিজেপির এক ঝাঁক নেতৃত্ব সহ বেশ কিছু কর্মী তৃণমূলে যোগদান করলেন বলে দাবি করছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। এবং এর সাথেই তিনি আরোও দাবি করেছেন, এবার থেকে প্রত্যেক সোমবার বিজেপি থেকে নেতাকর্মীরা তৃণমূলে যোগ দেবেন। আর এভাবেই পুজোর আগে পর্যন্ত যোগদান পর্ব চলবে।

বিশেষজ্ঞদের মতে, লোকসভা নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত কেউ এভাবে বিজেপিকে আগাম চ্যালেঞ্জ জানায়নি। কিন্তু রাজনৈতিক মহলে পার্থপ্রতিম রায়ের চ্যালেঞ্জ নিয়ে এবার শুরু হয়েছে তুমুল আলোচনা। অন্যদিকে বিজেপির কোচবিহার জেলা সভাপতি মালতী রাভা জানিয়েছেন, এদিন যারা তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে অনেকেই তাঁর পরিচিত নয়। যদিও বা তিনি দুজনকে চেনেন, তাঁদের মধ্যে একজনকে দল আগেই সরিয়ে দিয়েছে এবং অন্যজন দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে পার্থপ্রতিম রায়ের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তৃণমূল থেকে প্রত্যেক দিন দলে দলে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে। সঙ্গে তিনি আরো বলেন, যারা এখন বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছেন তাঁরা একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে আবার দলবদল করে গেরুয়া শিবিরে ফিরবেন। অন্যদিকে তৃণমূল সূত্রের খবর, এদিন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কার্যালয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রাক্তন জেলা সভাপতি মজিদুল ইসলাম, জেলা কমিটির সদস্য সিতেন বর্মণ, পঞ্চায়েত সদস্য কাজল প্রামাণিক, বুথ কমিটির সভাপতি রতন বানিয়া, শুভঙ্কর দে সহ পাঁচ শতাধিক বিজেপি কর্মী যোগদান করেছেন তৃণমূলে।

শুধু তাই নয়, এদিন সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই থেকে নবী কালাম মিঁয়া এবং ফরওয়ার্ড ব্লক থেকে শশধর প্রমাণিক তৃণমূলে যোগদান করেছেন বলে জানা গেছে। এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। এছাড়া তৃণমূল কংগ্রেস নেতা আবদুল জলিল আহমেদ, নিরঞ্জন দত্ত সহ বেশ কয়েকজন নেতৃত্ব।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল যেভাবে গেরুয়া শিবিরে ভাঙ্গন ধরাচ্ছে তা কিন্তু খুব স্বাভাবিকভাবেই বিজেপিকে তুমুল অস্বস্তির মুখে ফেলছে। অন্যদিকে তৃণমূলকে উত্তরবঙ্গের মাটিতে লড়াইয়ের জন্য এই ব্যাপক দলবদল বেশ কিছুটা অক্সিজেনের যোগান দেবে বলে মনে করা হচ্ছে। তবে আগামী দিনের বিধানসভা নির্বাচনের লড়াইতে তৃণমূল ও বিজেপি যে কড়া টক্কর দিতে চলেছে সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!