এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার থেকে স্পেশাল ট্রেনে ওঠার ছাড়পত্র পেতে চলেছেন অফিসগামী বহু মানুষ, পরিবহন সমস্যা মেটার আশায় বুক বাঁধছেন অনেকে

এবার থেকে স্পেশাল ট্রেনে ওঠার ছাড়পত্র পেতে চলেছেন অফিসগামী বহু মানুষ, পরিবহন সমস্যা মেটার আশায় বুক বাঁধছেন অনেকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্যে লকডাউন জারি থাকার কারণে পরিবহন পরিষেবা প্রায় বন্ধ, লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। তবে, নিজেদের কর্মীদের কথা বিবেচনা করে অল্প পরিমাণে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল দপ্তর। রেল কর্মীদের জন্য স্পেশাল ট্রেন চালানো শুরু হলে, সেই ট্রেনে উঠতে শুরু করেন বহু মানুষ। যার ফলে নানা স্থানে রেল কর্মীদের সঙ্গে বাধে বচসা।

এরপর জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মী সংগঠন স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি চেয়ে নবান্নর কাছে চিঠি দেয়। এরপর নবান্নের পক্ষ থেকে রেলকে চিঠি দেয়া হলে, জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্পেশাল ট্রেনে ওঠার ছাড়পত্র দেয় রেল। আর এবার থেকে স্পেশাল ট্রেনে ওঠার ছাড়পত্র দেয়া হলো ব্যাংক ও পোস্ট অফিসে কর্মরত ব্যক্তিদের। তাই এখন থেকে ব্যাঙ্ক, পোস্ট অফিসে কর্মরত ব্যক্তিরাও স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি পাবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রেলের পক্ষ থেকে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, রাজ্যে কতজন ব্যাংক ও পোস্ট অফিসের কর্মী যাতায়াত করবেন স্পেশাল ট্রেনে? রাজ্যের পক্ষ থেকে এখনও তা জানানো হয়নি, তবে, তা হলেও তাদের ট্রেনে ওঠার ছাড়পত্র দেয়া হয়েছে। মান্থলি টিকিট কেটে তাদের স্পেশাল ট্রেনে যাতায়াত করার নির্দেশ দেওয়া হলো রেলের পক্ষ থেকে। রেলের এই নির্দেশে ব্যাংক ও পোস্ট অফিসের কর্মীরা যথেষ্ট আনন্দিত। এর ফলে তাদের অফিস যাবার সমস্যা থেকে মিলতে চলেছে রেহাই।

এদিকে, স্পেশাল ট্রেনে ক্রমশ ভিড় বাড়তে শুরু করায়, চিন্তা বেড়েছে রেলের। কারণ, যা থেকে সংক্রমণ ছড়িয়ে যাবার আশঙ্কা আছে। এজন্য স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ থেকে আরও কুড়িটি স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হলো শিয়ালদহ স্টেশনে। হাওড়াতেও এর সংখ্যা বাড়ানো হবে বলে, জানানো হলো। আবার করোনা সংক্রমনের হার কিছুটা নিম্নমুখী হওয়ার কারণে বেশ কিছু দূরপাল্লার ট্রেনের পরিষেবাও চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজ্যের সবুজ সঙ্কেত পেলেই লোকাল ট্রেন পরিষেবা সম্পূর্ণভাবে চালু করতে প্রস্তুত রয়েছেন তাঁরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!