এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার তিন দিনব্যাপী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, জেনে নিন কারণ

এবার তিন দিনব্যাপী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, জেনে নিন কারণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী সপ্তাহে মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীদের নিয়ে তিন দিন ধরে ক্যাবিনেট মিটিং ডাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রিসভায় রদবদলের পর হতে চলেছে এই গুরুত্বপূর্ণ বৈঠক। একাধিক বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা করা হবে বলে, জানা যাচ্ছে। জানা যাচ্ছে, আগামী ১০ ই আগস্ট থেকে ১২ ই আগস্ট পর্যন্ত হতে চলেছে এই বৈঠক। সংসদ ভবনের অডিটরিয়ামে এই বৈঠকের আয়োজন করা হবে, এমনটাই জানা যাচ্ছে বিজেপি সূত্রে।

প্রসঙ্গত, করোনা সংক্রমনের কারণে দীর্ঘদিন মন্ত্রিসভাতে রদবদল ঘটানো সম্ভব হয়নি। সম্প্রতি সংক্রমণ কিছুটা কমে আসায়, গত মাসে মন্ত্রিসভায় ব্যাপক রদবদল ঘটানো হয়েছে। একের পর এক পুরোনো মন্ত্রীদের সরিয়ে দিয়ে নতুন প্রজন্মের প্রতিনিধিদের মন্ত্রিসভায় স্থান দেয়া হয়েছে। এক ঝাঁক নতুন মুখ এসেছেন মন্ত্রিসভায়। এবার তাঁদের নিয়ে তিন দিনের গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সকল ক্যাবিনেট মন্ত্রী, পূর্ণ মন্ত্রী, প্রতিমন্ত্রীদের একবছরে কি কি কাজ করতে হবে? তার তালিকা তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে। বৈঠকের আগেই এ বিষয়ে পরিকল্পনা করে রাখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আবার, মন্ত্রিসভার সম্প্রসারণের পর নবাগত মন্ত্রীদের সঙ্গে এখনো পর্যন্ত এরকম দীর্ঘ বৈঠক হতে দেখা যায়নি। তাই নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকেরা জানিয়েছেন যে, তিন দিনের এই বৈঠকে কেন্দ্র সরকারের আগামী তিন বছরের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে। নতুন মন্ত্রীদের হাতে বিশেষ দায়িত্ব দেয়া হতে পারে বলে, জানা যাচ্ছে। এই বিষয়ে বৈঠকে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে। আবার, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পূর্বে তিন বছরের জন্য বিশেষ পরিকল্পনা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ দায়িত্ব দেয়া হতে পারে মন্ত্রিসভার সদস্যদের।

এদিকে, উত্তর প্রদেশ সহ একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলি যাতে দখলে রাখতে পারে বিজেপি, সে বিষয়ে বিশেষ নির্দেশ দেয়া হতে পারে তিন দিনের এই বৈঠকে। আবার, একাধিক বিষয় নিয়ে শাসক-বিরোধী তরজা, বাদল অধিবেশনে বারবার বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছে। কেন্দ্রের প্রতি বিরোধীদের প্রবল বিক্ষোভের কারণে বাদল অধিবেশনের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই সমস্ত পরিস্থিতির মোকাবিলা করা ও সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করা, এই সমস্ত কিছু নিয়ে বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!