এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > প্রভাবশালী বিজেপি নেতার বিরুদ্ধে উঠল তোলাবাজির বিস্ফোরক অভিযোগ! বিধানসভার আগে বাড়ছে অস্বস্তি

প্রভাবশালী বিজেপি নেতার বিরুদ্ধে উঠল তোলাবাজির বিস্ফোরক অভিযোগ! বিধানসভার আগে বাড়ছে অস্বস্তি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শাসক দল তৃণমূলকে বারবার দুর্নীতি তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানির অভিযোগে অভিযুক্ত করে বিজেপি সহ অন্যান্য বিরোধী দল। সম্পত্তি বাঁকুড়া জেলার বড়জোড়া শিল্পাঞ্চলে বিজেপি নেতার নামে তোলাবাজির অভিযোগ উঠে এলো। প্রসঙ্গত, গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে বাঁকুড়ার দুটি লোকসভা আসনেই জয়লাভ করে বিজেপি। এর ফলে বাঁকুড়া জেলায় তৃণমূলের শক্তিশালী গড় থাকলেও, বিজেপি ক্রমশ নিজের শক্তি বৃদ্ধি করতে থাকে। আবার এই বাঁকুড়া জেলাতে বড়জোড়া শিল্পাঞ্চল তৈরি করা হয়েছিল সিপিএম শাসনের সময়ে।

যেখানে ছোট-বড় মিলিয়ে ছিল ৪২ টি কারখানা ছিল। কিন্তু গত ২০১১ সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নানা সমস্যার কারণে এখানকার ২৪ শিল্প কারখানাই বন্ধ হয়ে গেছে। লকডাউনের কারণে চালু থাকা কারখানাগুলোতেও শুরু হয়েছে কর্মী সংকোচন। এই কর্মী সংকোচনের ফলে জীবিকা হারাচ্ছেন বহু মানুষ। এর মধ্যে আবার নতুন উপদ্রব রূপে শুরু হয়েছে তোলাবাজি। যে তোলাবাজির অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে।

বড়জোড়া শিল্পাঞ্চলের কারখানার মালিক, লেবার, কন্ট্রাক্টর সকলেই অভিযোগ করেছেন যে, বিজেপি নিজের নামে কিছু রশিদ ছেপে বলপূর্বক টাকা তুলছে। কোন কোন কারখানায় মাসে দু তিনবার করেও টাকা তুলছে বিজেপি। কারখানার মালিকরা জানিয়েছেন যে, যেভাবে জোরজুলুম চালিয়ে টাকা তুলছে বিজেপি । তার ফলে আগামী দিনে চালু কারখানাগুলোও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

অভিযোগ উঠেছে বিজেপির নামে ছাপা রশিদ নিয়ে কারখানাগুলোতে এমন তোলাবাজি চালাচ্ছেন স্থানীয় বিজেপি নেতা । যদিও অভিযুক্ত বিজেপি নেতা  নিজের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, পাল্টা অভিযোগ করেছেন তিনি তৃণমূলকে। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ” তৃণমূল যদি ভাবে এই ভাবে কুত্‍সা রটিয়ে বিজেপিকে আটকাবে, তাহলে ওরা ভুল ভাবছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, বড়জোড়া শিল্পাঞ্চলের কারখানার মালিক, শ্রমিকদের কাছ থেকে অভিযোগ আসার পর, এ বিষয়ে সরব হয়েছে বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব। বাঁকুড়া জেলার জনৈক তৃণমূল নেতা এ প্রসঙ্গে জানালেন যে, পশ্চিমবঙ্গে যারা ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে এই তোলাবাজির ঘটনায় তাদের চরিত্র সামনে এসে পড়েছে। এই তোলাবাজির এই ঘটনাই প্রমাণ করে দিচ্ছে যে, বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের শিল্পর কি দশা হবে। রাজনৈতিক পর্যবেক্ষকরাও মনে করছেন যে, বড়জোড়া শিল্পাঞ্চলের বেশিরভাগ শিল্প-কারখানা তালা বন্ধ হয়ে পড়েছে। যে সামান্য কটি খোলা আছে , তার মধ্যে যদি এরকম ভাবে জুলুমবাজি চলে তবে এগুলো বন্ধ হতেও বেশি সময় লাগবে না।

প্রসঙ্গত, বিজেপির বিরুদ্ধে তোলাবাজির এই অভিযোগ বিজেপি দলকে যথেষ্ট বেকায়দায় ফেলে দিয়েছে। বিজেপি যেখানে শাসকদল তৃণমূলকে বারবার আর্থিক দুর্নীতি, তোলাবাজির অভিযোগ অভিযুক্ত করেছে, সেখানে বিজেপির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় , তাদের বিরুদ্ধে প্রচারের একটা বিরাট অস্র পেয়ে গেল তৃণমূল। যা নিয়ে প্রচারে নামতে পারে তৃণমূল। আবার, বিজেপি যে নিজের একটা স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তুলতে চেষ্টা করছিল, তাতেও ধাক্কা খেল বিজেপি। এমনটাই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!