এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার তৃণমূল বিধায়কের নামে পড়ল পোষ্টার, তীব্র চাঞ্চল্য এলাকাজুড়ে

এবার তৃণমূল বিধায়কের নামে পড়ল পোষ্টার, তীব্র চাঞ্চল্য এলাকাজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন যাবৎ বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে চলছে রাজনৈতিক জল্পনা। গত বছর শুভেন্দু আধিকারীর সাথে তিনিও দল ছেড়েছিলেন। শুভেন্দু আধিকারীর অনুগামী হিসেবে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি রাতারাতি তৃণমূল ছেড়ে বেরিয়ে যান। ছেড়েছিলেন দল, প্রশাসকের পদ। কিন্তু ঘটনাপ্রবাহে তিনি আবারও তৃণমূলে ফিরে আসেন। শোনা যায়, সেসময় বিজেপির অন্দরে বেশ কিছু নেতা নেত্রী জিতেন্দ্র তিওয়ারীর বিরুদ্ধে মুখ খোলেন ফলস্বরূপ যত দ্রুত তিনি তৃণমূল ছেড়ে গিয়েছিলেন, তত তাড়াতাড়ি তিনি তৃণমূলে ফেরত আসেন।

কিন্তু তৃণমূলে ফিরে আসলেও তাঁকে নিয়ে চর্চা কিন্তু বিন্দুমাত্র কমেনি বলে জানা যাচ্ছে। কিছুদিন আগেই বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে পোস্টার পড়েছিল পাণ্ডবেশ্বরের বিভিন্ন জায়গায়। তাই নিয়ে হইচইও কম হয়নি। কিন্তু এবার নতুন করে আবারও জিতেন্দ্র তিওয়ারিকে জল্পনা চরমে উঠল। সম্প্রতি দুর্গাপুর লাউদোহা অঞ্চলের বিভিন্ন জায়গায় জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে পোস্টার পড়ে। সূত্রের খবর, লাউদোহার তিলাবনী জঙ্গল সংলগ্ন বাসস্ট্যান্ড, সরপির একটি হোটল-সহ বিভিন্ন জায়গায় বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে পোস্টার দেখা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং এই পোস্টারে জিতেন্দ্র তিওয়ারিকে বালি চোর থেকে শুরু করে কয়লা চোর ইত্যাদি বলে উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র উত্তেজনা। ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। আর এই নিয়ে তৃণমূল, বিজেপির চাপানউতোর যথারীতি শুরু হয়েছে। একদিকে তৃণমূলের দাবি, এই ঘটনার পেছনে গেরুয়া শিবিরের ষড়যন্ত্র রয়েছে। অন্যদিকে গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের অন্তর্কলহের কারণেই এই ঘটনা ঘটেছে।

একেই জিতেন্দ্র তিওয়ারির দলবদল নিয়ে কানাঘুষো এখনও বর্তমান। আর তার মধ্যেই এই ঘটনা। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, তৃণমূলে ফিরে এলেও দলের প্রতি তাঁর বিশ্বাস ফেরেনি। তাই স্বাভাবিকভাবে জিতেন্দ্র তিওয়ারির এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। এই ঘটনার পিছনের কারীগর কারা, তা এখনো পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!