এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার তৃণমূল হেভিওয়েটের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলে আইনের জালে বিজেপি কর্মী, তীব্র চাঞ্চল্য

এবার তৃণমূল হেভিওয়েটের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলে আইনের জালে বিজেপি কর্মী, তীব্র চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাংগঠনিক বৈঠকের মাধ্যমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন। খুব স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এতো বড় দায়িত্ব পাওয়ার পর একদিকে যেমন তিনি প্রশংসা কুড়িয়েছেন, ঠিক তেমনি অন্যদিকে বিরোধীরা তাঁর সমালোচনা করে চলেছেন। যার মধ্যে গেরুয়া শিবির অন্যতম। আর এবার সমালোচনা চালাতে গিয়ে একেবারে আইনের হাতে ধরা পড়লেন বিজেপির এক কর্মী। এই ঘটনা তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক হওয়া নিয়ে রীতিমতো কুরুচিকর মন্তব্য করেন এক বিজেপি কর্মী। তারপরেই তাঁকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত যুবক সঞ্জিত পারভেজ উত্তর 24 পরগনার বাগদা থানার অন্তর্গত পাটকেলগাছা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই ওই যুবক এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওই বিজেপি কর্মী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ক্ষোভ উগড়ে দেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের বর্তমান সাধারণ সম্পাদককে রীতিমত গরুচোর, কয়লাচোর, বালিচোর বলে অভিহিত করেছেন। আর তারপরেই এই পোস্ট নজরে পড়ে স্থানীয় তৃণমুল নেতাকর্মীদের। সাথে সাথেই বাগদা অঞ্চলের তৃণমূল সভাপতি সঞ্জিৎ সর্দার সোমবার দুপুরে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যথারীতি এই অভিযোগ পাওয়ার পর পুলিশ নড়েচড়ে বসে এবং উক্ত বিজেপি কর্মীকে সাথে সাথেই গ্রেপ্তার করে। এ প্রসঙ্গে অবশ্য বাগদা বিজেপির এক নম্বর মন্ডল সভাপতি সুজয় কুমার বিশ্বাস অভিযোগ স্বীকার করে নিয়েছেন।

তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ এখনো আদালতের বিচারাধীন। তাই এ ব্যাপারে কোনো মন্তব্য না করাই উচিত। খুব স্বাভাবিক ভাবেই বারবার সোস্যাল মিডিয়ায় সাবধান হবার কথা বলে আসেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের সাবধানবাণী না মানার খেসারত এবার দিতে হলো বিজেপি কর্মীকে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর আগেও বিভিন্ন সময় রাজ্য বিজেপির নেতা এমনকি কেন্দ্রীয় নেতারা এসেও রীতিমতো অবমাননাকরভাবে অভিযুক্ত করেছেন দুর্নীতিতে। যদিও অভিষেক পুরো ব্যাপারটি আইনের বিভাগের অধীনে ঠেলে দিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!