এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার তৃণমূল নেতার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বিজেপি বিধায়কের ভাই, ঘটনায় তীব্র চাঞ্চল্য

এবার তৃণমূল নেতার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বিজেপি বিধায়কের ভাই, ঘটনায় তীব্র চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গেরুয়া শিবির থেকে যখন রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ক্রমাগত রাজনৈতিক হিংসার অভিযোগ আনা হচ্ছে, এমনকি সেই রাজনৈতিক হিংসাকে হাতিয়ার করে রাজ্যে 356 ধারা জারি করার প্রস্তাব দেওয়া হচ্ছে, ঠিক সেসময় এই রাজ্যেই পুরোপুরি উল্টো ছবি। এবার তৃণমূলের পক্ষ থেকে রাজনৈতিক হিংসার অভিযোগ উঠল গেরুয়া শিবিরের বিরুদ্ধে।

জানা গিয়েছে, তৃণমূলের পুরুলিয়ার শহর সভাপতিকে রাতের বেলা বেধড়ক মারধর ও লুটপাট করেছে বিজেপি বিধায়কের ভাই এবং তাঁর সঙ্গীরা। সূত্রের খবর, পুরুলিয়ার শহর সভাপতি বিভাস রঞ্জন দাস মঙ্গলবার রাতে বাইক নিয়ে যাচ্ছিলেন। সে সময় 5 নম্বর ওয়ার্ডের এক বিজেপি কর্মী তাঁর রাস্তা আটকান। এরপর পুরুলিয়া বিধানসভার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের ভাই প্রদীপ মুখোপাধ্যায়ের নেতৃত্বে 40-50 জন বিজেপি কর্মী এসে বিভাস রঞ্জন দাসকে ঘিরে ধরে এবং ব্যাপক মারধর শুরু করে।

সে সময় নিকটবর্তী পেট্রলপাম্পের মালিক এবং সেখানকার কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে এবং পুরুলিয়া সদর থানায় খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে ওই তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রের খবর, তৃণমূল নেতার মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। তাঁর মাথায় বারোটি সেলাই পড়েছে। অন্যদিকে এই ঘটনার সূত্র আর একটি চাঞ্চল্যকর ঘটনা শোনা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মঙ্গলবার রাতে তৃণমূল নেতার ওপর বিজেপি নেতা এবং কর্মীদের চড়াও হয়ে মারধোরের ঘটনাকে ক্যামেরাবন্দি করেছিল এক চিত্রসাংবাদিক। কিন্তু ঘটনাটি লক্ষ্য করে বিজেপি কর্মীরা। এরপর অভিযুক্ত প্রদীপ মুখোপাধ্যায় ওই চিত্রসাংবাদিককে জোর করে ভিডিওটি মুছে ফেলতে বাধ্য করেন। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে আক্রান্ত তৃণমূল নেতা জানিয়েছেন, তৃতীয়বারের জন্য তৃণমূল ক্ষমতায় আসায় বিজেপির যাবতীয় ক্ষোভ এসে পড়েছে তৃণমূলের নেতাকর্মীদের ওপর। প্রসঙ্গত, পুরুলিয়ায় জয় লাভ করেছে বিজেপি। অন্যদিকে পুরুলিয়ার বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনা প্রসঙ্গে তিনি খোঁজ নিয়ে দেখবেন কি ঘটেছিল।

তবে এ ধরনের কোনো ঘটনার কথা তিনি জানেননা বলে জানিয়েছেন। এর আগে দিনহাটাতেও প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর ওপর হামলার কথা শোনা গিয়েছে। এ প্রসঙ্গে বিশেষজ্ঞদের মত হল, বিধানসভা নির্বাচনে যে জায়গায় যারা ক্ষমতায় এসেছে তাঁরাই বিরোধীদের ওপর রাজনৈতিক হিংসা চালাচ্ছে। কিন্তু এ ধরনের রাজনৈতিক হিংসাকে কোনোভাবেই মেনে নেওয়া যায়না। আপাতত এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল এবং বিজেপির মধ্যে তর্ক বিতর্ক কয়েক গুণ বাড়বে বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!