এবার তৃণমূলের অন্দরে রদবদলের পালা, ঘুম উড়েছে অনেকেরই কলকাতা তৃণমূল রাজনীতি রাজ্য July 12, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন মিটে গিয়েছে ভালোভাবেই। তৃণমূলের পক্ষেই ফলাফল দিয়েছে। ব্যাপক ভোটে জয়লাভ করে তৃণমূল এসেছে বাংলার ক্ষমতায়। অন্যদিকে এখন তৃণমূলের যে অন্যতম লক্ষ্য 2024 এর লোকসভা নির্বাচন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। একইসাথে জাতীয় রাজনীতির ক্ষেত্রে পা বাড়ানোর পথে তৃণমূল শিবির। কিন্তু তার আগেও বেশ কয়েকটি হার্ডল আছে পেরোনোর জন্য। আর সেক্ষেত্রে অবশ্যই সাংগঠনিক জোর বিশেষভাবে বাড়াতে হবে বলেই মনে করা হচ্ছে। আর তাই এবার তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে রদবদলের গল্প। দলের অন্দরে প্রায় সবাই কে থাকছেন, আর কে যাচ্ছেন তাই নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। এই অবস্থায় ক্রমশ উত্তেজনার পারদ তুঙ্গে উঠছে। প্রসঙ্গত, রদবদলের মাপকাঠিতে যে একুশের বিধানসভা নির্বাচনের পারফরম্যান্স অন্যতম বিচারের পক্রিয়া হতে চলেছে, তা এখন আর কারো বুঝতে বাকি নেই। পাশাপাশি কে কিরকম কাজ করছে, সেটাও যথেষ্ট লক্ষণীয়। তাই পুরস্কার প্রাপকদের তালিকায় কারা রয়েছেন, তাই নিয়েও কৌতুহল ক্রমশ বাড়ছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - শোনা যাচ্ছে, তৃণমূল হাইকমান্ড এর মধ্যেই শুরু করে দিয়েছেন পারফরম্যান্স খুঁটিয়ে দেখার কাজ। কে আসবেন, কে থাকবেন, কে যাবেন সব নিয়ে হিসাব-নিকাশ হচ্ছে। অপেক্ষা এখন আগামী সপ্তাহের। কারণ আগামী সপ্তাহেই ফলাফল প্রকাশ পাবে। শোনা যাচ্ছে, তৃণমূলের বেশ কয়েকটি জেলা কমিটিতে উল্লেখযোগ্য রদবদল হতে চলেছে। যেখানে জেলা সভাপতির বদল হতে পারে বলে শোনা যাচ্ছে। কার্যত বিধানসভা নির্বাচনের পরে কে কেমন কাজ করছেন তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হচ্ছে। অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে যে পদ পেতে হবে এ ব্যাপারে নিশ্চিত থাকা যায়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি প্রশান্ত কিশোরের সঙ্গে একটি দীর্ঘ বৈঠক সেরে ফেলেছেন। কানাঘুষো শোনা যাচ্ছে, তৃণমূলের রদবদলের সিদ্ধান্তে প্রশান্ত কিশোরের যথেষ্ট প্রভাব থাকতে পারে। আপাতত কাজের ভিত্তিতে পুরস্কার কার হাতে উঠছে, সেটাই দেখার। বিশেষজ্ঞদের মতে, এই রদবদলের ওপর নির্ভর করেই আগামী দিনে প্রতিটি নির্বাচনের ব্লুপ্রিন্ট তৈরি হবে। অতএব এই রদবদলের হাওয়া যে তৃণমূল শিবিরের অনেকেরই ঘুম উড়িয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। আপনার মতামত জানান -