এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার তৃণমূলের পক্ষ থেকে পাল্টা মামলা সিবিআইয়ের বিরুদ্ধে, জেনে নিন

এবার তৃণমূলের পক্ষ থেকে পাল্টা মামলা সিবিআইয়ের বিরুদ্ধে, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টদীর্ঘসময় মামলা চলার পর নারদ কান্ড চাঞ্চল্যকর মোড় নেয় গত সোমবার অর্থাৎ 17 ই মে। 17 ই মে সকাল হতে না হতেই সিবিআই এর হাতে গ্রেপ্তার হন তৃণমূল শিবিরের তিন হেভিওয়েট নেতা এবং তৃণমূলের প্রাক্তন নেতা। তারপর থেকেই চলছে রাজ্য জুড়ে ব্যাপক আলোড়ন। একদিকে যখন মন্ত্রী বিধায়কদের গ্রেপ্তার করে সিবিআই নিয়ে আসে নিজাম প্যালেসে, ঠিক সেসময় সিবিআই এর বিরুদ্ধে পাল্টা নিয়ম ভঙ্গের অভিযোগে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আর এবার সেই মামলাতেই উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হল। সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ এফআইআরে রূপান্তরিত হয়েছে। তৃণমূল সরকারের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং দুই প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্র গ্রেপ্তার হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয়। রাজ্য মন্ত্রিসভার একাধিক মন্ত্রী পথে নেমে পড়েছিলেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সিবিআই অফিসে গিয়ে তাঁকে গ্রেপ্তার করার দাবি করে বসেন। অন্যদিকে সিবিআইয়ের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয় লালবাজারে। সেই মামলাকে এবার গড়িয়াহাট থানায় নিয়ে আসা হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং ফৌজদারি আইনের 166, 166 এ 188 এবং 34 ধারায় মামলা দায়ের করা হলো। একইসাথে সিবিআই এর বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনের 51(b) ধারায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে সিবিআই কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছে, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। একই সাথে তিনি সিবিআই দপ্তরে বসে অফিসারদের অসম্মানজনক এবং অবমাননাকর মন্তব্য করেছেন। যদিও এই দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের অনেকেই। সিবিআইয়ের বিরুদ্ধে মামলা করার হুমকি অবশ্য দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দেখা যাচ্ছে, সেই হুমকি মিলে গেল চন্দ্রিমা ভট্টাচার্যের করা মামলার সাথে। তৃণমূল প্রথম থেকেই অভিযোগ জানিয়ে আসছে, যেভাবে চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তা সম্পূর্ণ বেআইনি। বহু লোক জড়ো করে রীতিমতো ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তৃণমূলের নেতাদের। পাশাপাশি জানা গিয়েছে, মদন মিত্রকে যখন গ্রেপ্তার করতে যাওয়া হয় ঠিক সে সময় তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে ওই বাড়িতেই ছিলেন। সবমিলিয়ে পরিস্থিতি যে রীতিমতো জট পাকিয়ে রয়েছে, সে ব্যাপারে নিঃসন্দেহে থাকা যায়। আপাতত হাইকোর্টে মামলা চলাকালীন সিবিআইয়ের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, তার রেশ কোন দিকে যায়, সে দিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!