এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার তৃণমূলের প্রতি জোর করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর, চাপানউতোর তুঙ্গে

এবার তৃণমূলের প্রতি জোর করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর, চাপানউতোর তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে দেখা গেছে, গেরুয়া শিবিরের ফল ভালো হয়েছে। নির্বাচনের ফলাফল বেরোনোর পর কিন্ত উত্তরবঙ্গেও গন্ডগোল হয়েছে। যদি দক্ষিণবঙ্গে গেরুয়া শিবিরের কর্মীদের রাজনৈতিক হিংসার শিকার হতে হয়, তাহলে উত্তরবঙ্গে তৃণমূলের নেতাকর্মীদেরও একইভাবে রাজনৈতিক হিংসার শিকার হতে হয়েছে বলে দাবী তৃণমূল শিবিরের। আর এক্ষেত্রে তাঁদের কাছে উদাহরণ হল তৃণমূল নেতা উদয়ন গুহ। এই উদয়ন গুহর হামলাকারী বলে অভিযুক্ত বিজেপি নেতা এবার পাল্টা তৃণমূলের ওপর সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ করলেন। এই নিয়ে দুই দলের চাপানউতোর তুঙ্গে দিনহাটায়।

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর তৃণমূল নেতা উদয়ন গুহর ওপর হয় বড়োসড়ো হামলা। এমনকি উদয়ন গুহকে হাসপাতালেও থাকতে হয় বলে জানা যায়। অন্যদিকে এই ঘটনার পেছনে অভিযুক্ত বিজেপি কর্মী ঘটনার পর থেকেই এলাকাছাড়া হয়ে ছিলেন। কিন্তু এতদিন পর তিনি অভিযোগ করেছেন, তাঁর জমি এবং বাড়ি দখল করে নিচ্ছে তৃণমূল। খুব স্বাভাবিকভাবেই এই অভিযোগ ঘিরে দিনহাটা অঞ্চলে তৃণমূল এবং বিজেপির চাপানউতোর তুঙ্গে উঠেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিযুক্ত বিজেপি কর্মী অজয় রায়, তিনিও দিনহাটা শহরের বাসিন্দা। তিনি জানিয়েছেন তাঁর বাড়ির একটি অংশ দখল করে দলীয় দপ্তর বসিয়েছে তৃণমূল। এমনকি তাঁর জমি দখল করে বাজার বসানো হয়েছে। এমনকি তিনি জানিয়েছেন, কিছুদিনের মধ্যে একটি ওষুধের দোকান খোলার কথা ছিল তাঁর। সেই দোকানের মধ্যে ভাঙচুর চালিয়েছে তৃণমূল দুষ্কৃতীরা। অন্যদিকে এই অভিযোগ ঘিরে যখন রাজনৈতিক চাঞ্চল্য তীব্র, ঠিক তখনই পাল্টা তৃণমূল নেতা উদয়ন গুহ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।

বরং তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন, যদি এধরনের কোন ঘটনা ঘটে থাকে, তাহলে বিজেপি কর্মী অজয় রায় থানা যাচ্ছেন না কেন? অন্যদিকে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন এই ঘটনা প্রতিহিংসামূলক হলেও হতে পারে। তবে অভিযোগকারী বিজেপি কর্মী থানায় অভিযোগ জানিয়েছেন কিনা তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে এই ঘটনা নিয়ে সরব দিনহাটার বিজেপি নেতৃত্ব। আপাতত এই ঘটনা দিনহাটা অঞ্চলের তৃণমূল এবং বিজেপির মধ্যে নতুন কোনো রাজনৈতিক অশান্তির জন্ম দেয় কিনা, সেদিকে নজর রাখা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!