এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার তৃণমূলের যুব সংগঠনের পক্ষ থেকে মানুষের পাশে থাকতে নয়া উদ্যোগ, প্রতিযোগীতা কি বামেদের সাথে?

এবার তৃণমূলের যুব সংগঠনের পক্ষ থেকে মানুষের পাশে থাকতে নয়া উদ্যোগ, প্রতিযোগীতা কি বামেদের সাথে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে ব্যাপক জয়ের পর দলের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধির দিকেই যে নজর তৃণমূল সুপ্রিমোর, তা নিয়ে কোনো সন্দেহ নেই রাজনৈতিক মহলের। আর সে কারণেই একের পর এক পদক্ষেপ। ইতিমধ্যে যুব তৃণমূল সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন সায়নী ঘোষ। রাজনীতিতে পা দিয়ে সায়নী প্রথমেই আসানসোল দক্ষিণে প্রার্থী হয়েছিলেন। এবং প্রার্থী হওয়ার পর তিনি উল্লেখযোগ্যভাবে নজর কেড়েছিলেন প্রচারে। যদিও তিনি এই লড়াইয়ে হেরে গিয়েছিলেন। কিন্তু সেই লড়াইয়ের সূত্রেই এবার সায়নী ঘোষের ওপর নতুন দায়িত্ব। জানা যাচ্ছে, এবার জেলায় জেলায় তৃণমূল রেসপন্স টিম তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে তৃণমূল যুব সংগঠনের সদস্যদের পক্ষ থেকে।

বরাবরই সংগঠন নিয়ে বিভিন্ন রকম চিন্তাভাবনা করেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর চিন্তাভাবনার ফলস্বরূপ মানুষের জন্য কাজ করার এই নতুন পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, 2021 এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ইস্তেহারে প্রথম থেকে শেষ পর্যন্ত বলা হয়েছিল শাসকদল মানুষের পাশে সব সময় থাকবে। বিশেষজ্ঞদের মতে, সেই লক্ষ্য পূরণের জন্যই এই পদক্ষেপ। করোনা পরিস্থিতিতে রাজ্যজুড়ে বহু মানুষ বিভিন্নভাবে অসুবিধায় পড়েছে। সাধারণ মানুষের প্রয়োজনে চিকিৎসা পরিষেবা, খাদ্য ও ওষুধের যোগানসহ আরও নানান বিষয়ে সাহায্য করার জন্য তৈরি হচ্ছে এই কুইক রেসপন্স টিম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মূলত পুরো বিষয়টি পর্যবেক্ষণেরর দায়িত্ব এসেছে সায়নী ঘোষ এর ওপর। তিনি নেতৃত্ব দেবেন জেলার যুব নেতৃত্বকে এবং যুব নেতৃত্ত্বের তৎপরতায় তৈরি হবে কুইক রেসপন্স টিম। তবে এতো বড় দায়িত্ব নিয়ে সায়নী ঘোষ মোটেই চিন্তিত নন। তিনি বরং জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করাটাই তৃণমূলের মূল লক্ষ্য। তবে বিশেষজ্ঞদের মতে, বিধানসভা নির্বাচনে শূন্য হয়ে যাবার পর করোনা পরিস্থিতেতে রেড ভলান্টিয়ার্সরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, তা যথেষ্ট প্রশংসা পেয়েছে।

এদিকে এখনো উপ নির্বাচন ও পুর নির্বাচন বাকি। এই পরিস্থিতে কুইক রেসপন্স টিম তৈরি করে কি কোনোভাবে বামেদের চাপে ফেলার চেষ্টা? প্রশ্ন উঠেছে। তবে বারংবার তৃণমূলের পক্ষ থেকে দেখা গিয়েছে, সাধারণ মানুষের সঙ্গে যদি সংযোগ ভালোভাবে গড়ে ওঠে, তাহলে ভোটবাক্সে তার প্রভাব ভালোই পড়বে। পাশাপাশি নতুন প্রজন্ম উঠে আসবে রাজনীতির ক্ষেত্রে। এখন দেখার, কুইক রেসপন্স টিম কতটা মানুষের পাশে দাঁড়াতে পারে? এবং তাতে জনসংযোগ কতটা গড়ে ওঠে!

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!