এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার তৃণমূলের যুবনেতারাও পাবেন রাজ্যের Y+ ক্যাটাগরির নিরাপত্তা! বড় সিদ্ধান্ত নবান্নের!

এবার তৃণমূলের যুবনেতারাও পাবেন রাজ্যের Y+ ক্যাটাগরির নিরাপত্তা! বড় সিদ্ধান্ত নবান্নের!


নয় নয় করে এ রাজ্যে ভিআইপি সংখ্যা নেহাত কম নয়। নতুন করে এবার ভিআইপি লিস্টে নাম উঠল ডায়মণ্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত চারটে ব্লকের তৃণমূল যুব সভাপতিদের। নিরাপত্তার ব্যাপারে প্রশ্ন উঠতে এবার নবান্ন থেকে সিদ্ধান্ত হলো ডায়মণ্ড হারবার এলাকার যুব তৃণমূল নেতারা ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন বলে নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যে ডায়মন্ড হারবারের যুবনেতাদের সম্পর্কে প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার ঝুঁকি সংক্রান্ত খবর পাওয়া গেছে, সেই সূত্রে এবার নবান্ন থেকে তৃণমূল যুব নেতাদের ওয়ানপ্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে বলে ঠিক ঠিক হয়েছে। যদিও রাজ্যের অনেক তৃণমূল নেতারাই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন। শুধু তৃণমূলই নয়, রাজ্য বিজেপির নেতা-নেত্রীরাও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গে নিরাপত্তা পেয়ে থাকেন।

এদিন নবান্নে প্রশাসনিক বৈঠকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের চারটি ব্লকের তৃণমূল যুব সভাপতিদের ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে বলে ঠিক হয়েছে। ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তার অধীনে তাঁদের সাথে সর্বক্ষণ দুজন দেহরক্ষী থাকবে বলে জানা গেছে। পাশাপাশি ওই চার যুব সভাপতি এসকর্ট কার পাবেন। গত 7 নভেম্বর রাজ্যের ভিআইপি নিরাপত্তা সংক্রান্ত আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, বিজেপির ডায়মন্ড হারবারের নেতা অভিজিৎ দাসকেও ভিআইপি তালিকায় তুলে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে রাজ্য পুলিশের এক শীর্ষ কর্তার বক্তব্য হলো, “জেলা পুলিশ থেকে ওই চার নেতার বিরুদ্ধে নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত রিপোর্ট এসেছিল। অস্থায়ীভাবে তাঁদের নিরাপত্তা আগেই বাড়ানো হয়েছিল। এ বারের বৈঠকে তা পাকাপাকি করে দেওয়া হয়েছে।” নিরাপত্তা পর্যালোচনার বৈঠকে ঠিক হয়েছে ডায়মন্ড হারবারে বজ বজ 1 নম্বর ব্লকের তৃণমূল যুব সভাপতি শ্রীমন্ত বৈদ্য, ফলতার যুব সভাপতি জাহাঙ্গীর খান, ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারী এবং 2 নম্বর ব্লকের যুব সভাপতি মেহবুব রহমান গায়েনকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে।আপাতত এই চারজনকে দেহরক্ষী এবং এসকর্ট দেবে পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে স্থানীয় পুলিশ চাইলে তাদের নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানা গেছে। তবে প্রশ্ন উঠেছে, শুধুমাত্র ডায়মন্ড হারবারের যুব তৃণমূল সভাপতিরাই কেন এই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন? ওই জেলার সিনিয়র নেতারা কি ধরনের নিরাপত্তা পান? উত্তরে ভিআইপি নিরাপত্তা দেখাশোনা করেন এমন একজন পুলিশ কর্তা জানিয়েছেন, জেলা পুলিশের রিপোর্ট অনুযায়ী নিরাপত্তার ব্যাপারটি দেখা হয়। ডায়মণ্ড হারবারের সাংসদও জেড প্লাস নিরাপত্তা পেয়ে থাকেন। গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রমের মোহন্ত জ্ঞানদাস- তাকেও একইভাবে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। অন্যদিকে, তারকেশ্বর মন্দিরের সেবাইত ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান।

ওই পুলিশ কর্তা জানিয়েছেন, “শুধুমাত্র ডায়মন্ড হারবার নয় কলকাতাসহ কয়েকটি জেলার যুব নেতাদেরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। কারণ, তাঁদের কাজে ঝুঁকি বেশি। একই ভাবে অন্য ক্ষেত্রের বিশিষ্টদেরও যথাযথ নিরাপত্তা দেওয়া হয়েছে।” আগেই ভিআইপি তালিকায় নাম ওঠা ক্যানিং 2 নম্বর ব্লকের সভাপতি সওকত মোল্লা, ভাতারের যুব নেতা সুভাষ মন্ডল, উত্তর কলকাতার যুব সভাপতি জীবন সাহা, দক্ষিণ কলকাতার যুব সভাপতি স্বরূপ বিশ্বাসের নিরাপত্তা বহাল রাখার সিদ্ধান্ত বলবৎ আছে। নতুন করে ভিআইপি  লিস্টে নাম উঠেছে দক্ষিণ কলকাতার বিশিষ্ট সমাজসেবী তথা যুবনেতা কুমার সাহার নাম। 2019 এর শুরুতে রাজ্য ভিআইপি তালিকায় নাম ছিল 245 জনের। গত 7 নভেম্বর নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের পর তালিকায় নামের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 260।

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের ভিআইপি তালিকায় রয়েছেন জনা পঞ্চাশেক বিজেপি নেতা-নেত্রী, সাংসদ। তারমধ্যে বাবুল সুপ্রিয় থেকে দিলীপ ঘোষ, মুকুল রায় থেকে সব্যসাচী দত্ত, অর্জুন সিং থেকে রাকেশ সিং এবং রাহুল সিংহরা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা পেয়ে থাকেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভিআইপির সংখ্যা প্রায় 300 জন। আপাতত পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহাওয়ায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য যুবনেতাদের ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল বলে শোনা যাচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে ইতিমধ্যে। হঠাৎ করে ডায়মন্ড হারবারের যুবনেতাদের জন্য এরকম বিপুলভাবে নিরাপত্তা বাড়ানোর কারণ কি? তাহলে কি রাজ্য সরকারের কাছে এই চারজনের ওপর আক্রমণ হওয়ার খবর আছে? আপাতত এই প্রশ্নের কোন উত্তর নেই। সমগ্র পরিস্থিতির ওপর নজর রাখবে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!