এবার তৃণমূল-মাওবাদী যোগ নিয়ে বিস্ফোরক অভিযোগ করে মমতাকে ভোটের আগে আরও চাপে ফেললেন দিলীপ? তৃণমূল পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া বিজেপি রাজনীতি রাজ্য January 20, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে আর বেশ কিছুদিন দেরি আছে। কিন্তু তার আগেই প্রতিটা রাজনৈতিক দল একে অপরকে কোণঠাসা করতে প্রস্তুত। মঙ্গলবার পুরুলিয়ার জনসভা থেকে বিজেপিকে মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর দল বলে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যের জবাব দিয়ে তাকে পাল্টা কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। আর অভিযোগ-পাল্টা অভিযোগকে কেন্দ্র করে এবার শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বলা বাহুল্য, নির্বাচনের আগে তৃণমূল নেত্রী বিভিন্ন জায়গায় জনসভার মধ্যে দিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে নানা অভিযোগ করতে শুরু করেছেন। যার পাল্টা জবাব দিচ্ছেন বিজেপি নেতা নেত্রীরা। আর এবার পুরুলিয়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশ্যে ভয়ঙ্কর দল বলে মন্তব্য করার পরপরই তার জবাব দিতে দেখা গেল দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার পুরুলিয়ার জনসভা থেকে মাওবাদীদের প্রসঙ্গ তুলে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি নেতারা নির্লজ্জ ভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে লোকসভা নির্বাচনের সময় ভুল বুঝিয়ে অনেকের ভোট নিয়ে পালিয়ে গিয়েছে। যাকে লোকসভায় ভোট দিয়েছিলেন, তিনি আর আসেন! কোনো কাজ করেছেন! বিজেপি মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর। এরা বাশ হয়ে ঢুকবে, আর ফালি হয়ে বেরোবে।” একাংশ বলছেন, গত লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হয়েছে। আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় এই জনসভা থেকে আগামী বিধানসভায় যাতে এখানে তৃণমূল ভালো ফল করে, তার জন্য বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - যদিও বা মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলে তারা যে ছেড়ে দেবেন না, তা নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যার ফলস্বরুপ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা মন্তব্য করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। তিনি বলেন, “বিজেপি কি, সেটা সারাদেশের লোক জানে। 24 কোটি লোক লোকসভায় বিজেপিকে ভোট দিয়েছে। পশ্চিমবঙ্গের 2 কোটি 30 লক্ষ মানুষ ভোট দিয়েছেন। আগামী দিনে বিজেপিকে ক্ষমতায় আনবেন। যারা মাওবাদীদের নিয়ে ক্ষমতায় এসেছিল, তাদের বিসর্জন দেবে।” আর দিলীপ ঘোষের এই মন্তব্যকে কেন্দ্র করে এবার ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। একাংশ বলছেন, গত লোকসভা ভোটে পুরুলিয়া সহ জঙ্গলমহলের পাঁচটি আসনে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি। আর তারপর থেকেই বিজেপি প্রভাবিত এই সমস্ত এলাকায় ঘাসফুল ফোটাতে তৎপরতা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সামনে নির্বাচন। তাই তার আগে লোকসভার মত আগামী বিধানসভাতেও যাতে বিজেপির বাড়বাড়ন্ত না হয়, তার জন্য গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে মাওবাদীদের সঙ্গে বিজেপিকে তুলনা করে গেরুয়া বাহিনীকে কোণঠাসা করার চেষ্টা করেন তিনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে তার জবাব দিয়ে রীতিমত শোরগোল তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে নিজের মন্তব্যের মধ্য দিয়ে আগামী দিনে সাধারণ মানুষ বিজেপিকে ক্ষমতায় আনবে বলে দাবি করতে দেখা গেল হেভিওয়েট এই বিজেপি নেতাকে। স্বাভাবিকভাবেই অভিযোগ, পাল্টা অভিযোগকে কেন্দ্র করে এবার সরগরম রাজ্য রাজনীতি। আপনার মতামত জানান -