এবার তৃণমূলের ভেতর থেকেই আলাদা সিম্বলে লড়াই? জল্পনা বাড়িয়ে দিলেন হেভিওয়েট মন্ত্রী! জাতীয় তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য March 25, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সাম্প্রতিককালে বারবার করে রাজ্য রাজনীতিতে তৃণমূলের মধ্যে আড়াআড়ি বিভাজন শুরু হয়েছে বলে গুঞ্জন তৈরি হয়েছে। এমনকি অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পড়েছে পোস্টার। যার ফলে জল্পনা আরও বাড়ছে। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়কে হাতিয়ার করে তৃণমূল দলের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে সুকান্তবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমাদের ঘর গোছানোই আছে। তৃণমূলকে আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। যে ফাটল তৈরি হয়েছে, আমার মনে হয় তা মেরামত হবে না। ২৬ এর আগে আরও অনেক কিছুই হতে পারে। অপেক্ষা করুন। দু’রকম পোস্টার দেখা যাচ্ছে। আমি তো দেখলাম, আবার হলুদ রঙের একটা নতুন পতাকা দেখা যাচ্ছে। সেই পতাকায় যে ২৬ এর আগে সিম্বল বসবে না, সেটা কে বলতে পারে।” আপনার মতামত জানান -