এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার ত্রিপুরায় চূড়ান্ত অস্বস্তির মুখে বাবুল, কি ঘটেছিল আসলে? জেনে নিন

এবার ত্রিপুরায় চূড়ান্ত অস্বস্তির মুখে বাবুল, কি ঘটেছিল আসলে? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনের পরবর্তীকালে গেরুয়া শিবিরের অনেকেই বেসুরো হয়েছেন। তার মধ্যে অন্যতম হলেন বাবুল সুপ্রিয়। আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় প্রথম দফায় রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন। এবং দ্বিতীয় দফায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন। বর্তমানে তিনি গোয়া থেকে ত্রিপুরা দাপিয়ে বেড়াচ্ছেন। আর কিছুদিন পরেই ত্রিপুরাতে পুরসভা নির্বাচন হতে চলেছে। আর সেখানে এবার তৃণমূল পুরোপুরি অংশগ্রহণ করবে। বাবুল সুপ্রিয় ছাড়াও ত্রিপুরায় রয়েছেন তৃণমূলের আরেক জনপ্রিয় নেত্রী সায়নী ঘোষ। দফায় দফায় প্রচার পর্ব চলছে তৃণমূলের ত্রিপুরায়। বিভিন্ন রাস্তায় তৃণমূলের পথসভা চলছে।

সেরকমই একটি পথসভায় উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয় , আর  সেখানেই হলেন চরম অস্বস্তির মুখোমুখি। কার্যত বাবুল সুপ্রিয় যখন বিজেপিতে ছিলেন, তখন তৃণমূলের বিরুদ্ধে একটি গান রচনা করেছিলেন। ত্রিপুরার রাজধানী আগরতলায় দেখা যায়, গেরুয়া শিবিরের একটি ট্যাবলো প্রচারে বেড়িয়েছে। এবং সেই ট্যাবলো থেকে বিজেপিতে থাকাকালীন লোকসাভা নির্বাচনের আগে বাবুল সুপ্রিয়র রচিত তৎকালীন একটি গান যা অবশ্যই তৃণমূলকে কটাক্ষ করে লেখা, সেটি বাজছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, বাবুল সুপ্রিয় সেই সময় পথসভায় উপস্থিত। তাঁর সামনেই তাঁরই গলার গান ভেসে আসছে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় সায়নী ঘোষ বেশ কিছুটা উত্তেজিত হয়ে ওঠেন। তারপর বাবুল সুপ্রিয় তাঁকে থামিয়ে দেন। মঞ্চে মাইক হাতে তিনি তীব্র কটাক্ষ করতে শুরু করেন বিজেপিকে। পাল্টা বাবুল সুপ্রিয় বলেন, বিজেপি নেতাদের পরিস্থিতি এখন এমনই, যিনি বিজেপির হয়ে একসময় গান বানিয়ে ছিলেন তিনি আজ দল বদলে তৃণমূলে চলে এসেছেন।

বাবুল সুপ্রিয়র দাবি, বিজেপির পক্ষ থেকে তাঁর গাওয়া তৃণমূল বিরোধী গান যত বাজবে, ততই বিজেপি ছেড়ে লোকজন তৃণমূলে চলে আসবে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এটা পুরোই বাবুল সুপ্রিয়র পরিস্থিতি ম্যানেজ করার চেষ্টা। প্রসঙ্গত, বিভিন্ন সময় দলবদলকারি নেতাদের অস্বস্তিতে পড়তেই হয়। এটা নতুন কিছু নয়। সব মিলিয়ে ত্রিপুরাতে তৃণমূলকে কোণঠাসা করতে বিজেপি যে কোনো অস্ত্রই বাদ রাখছে না তা স্পষ্ট। কার্যত তৃণমূল হেভিওয়েটরা কিভাবে বিজেপির আক্রমণ সামলান, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!