এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার টুইটারে সন্দেহভাজনদের অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ কেন্দ্রীয় সরকারের, তীব্র চাঞ্চল্য দেশ জুড়ে

এবার টুইটারে সন্দেহভাজনদের অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ কেন্দ্রীয় সরকারের, তীব্র চাঞ্চল্য দেশ জুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় দু’মাস ধরে দিল্লির রাজপথে চলছে কৃষক আন্দোলন। ইতিমধ্যে ঘটনা পরম্পরায় এই কৃষক আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর হয়েছে। একদিকে যেমন সরকার নির্ধারিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিল্লি, হরিয়ানার বিভিন্ন সীমান্ত এলাকায়, অন্যদিকে ইতিমধ্যেই কৃষি আন্দোলনকে সাপোর্ট করে আন্তর্জাতিক ব্যক্তিত্বরা নিজেদের মতামত প্রকাশ করেছেন টুইটারে। তাই নিয়ে ইদানীং তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জাতীয় রাজনীতিতে। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই দাবী করে আসছে, কৃষক আন্দোলনের সঙ্গে যোগ রয়েছে খলিস্তানীদের। সব মিলিয়ে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে কৃষক আন্দোলন হয়ে উঠেছে চরম উত্তেজনার কারণ।

আর অশান্তি বন্ধ করতে কেন্দ্রীয় সরকার দায়িত্ব দিলেন এবার টুইটারকে। সূত্রের খবর, টুইটারের 178 টি অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। বলা হচ্ছে, যেসব অ্যাকাউন্টগুলি পাকিস্তানের মদতে খলিস্তান সমর্থনকারীদের সঙ্গে সম্পর্ক রাখছে, সেই অ্যাকাউন্টগুলি বন্ধ করতে হবে। তবে টুইটার কর্তৃপক্ষ এই নির্দেশের কোনরকম জবাব এখনো পর্যন্ত দেয়নি বলে জানা গিয়েছে। গত সপ্তাহেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নোটিশ গেছে টুইটারে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই নোটিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও গোয়েন্দা সংস্থা গুলিরপরামর্শে টুইটারের কাছে গেছে।

প্রশাসনিক সূত্রের খবর, খালিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা যেসব টুইটার অ্যাকাউন্টগুলি পাক মদতপুষ্ট সেগুলি অবিলম্বে বন্ধ করতে হবে। সেক্ষেত্রে এ ধরনের অ্যাকাউন্টে ‘অটোমেটেড বট’ রয়েছে বলে দাবি কেন্দ্রীয় সরকারের। আর তাই দেশের কৃষক আন্দোলনের ভুয়ো খবর পরিবেশন করে এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের পরিবেশ অশান্তিমূলক করে দেওয়ার জন্য এই অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হচ্ছে। আর তাই সরকারের নির্দেশে এই টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে। পাশাপাশি নির্দেশ অমান্য করলে টুইটার কর্তাদের সাত বছরের কারাদণ্ডের হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় সরকার বলে জানা যাচ্ছে। বেশ কয়েকদিন ধরেই ‘মোদী প্ল্যানিং-ফারমারজেনোসাইড’ হ্যাশট্যাগ দিয়ে কৃষক আন্দোলন সংক্রান্ত প্রচার চালানো হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

টুইটার অ্যাকাউন্ট থেকে চলতি মাসের গোড়াতেই 275 টি অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। প্রথমদিকে বন্ধ হলেও নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পরে টুইটার তা খুলে দেয়। টুইটারের পক্ষ থেকে বলা হয়েছিল, বাক স্বাধীনতা রক্ষা করার জন্য এবং খবরের যোগ্য কনটেন্ট থাকায় বন্ধ হওয়া অ্যাকাউন্টগুলি খুলে দেওয়া হল। অন্যদিকে সরকারের দাবি, টুইটার অ্যাকাউন্ট দিয়ে যদি দেশে অশান্তি ছড়ানোর মতো কনটেন্ট আসে, তাহলে তার দায় এড়িয়ে যেতে পারে না টুইটার কর্তৃপক্ষ। সবমিলিয়ে মনে করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার যেন-তেন প্রকারেণ এবার কৃষক আন্দোলন বন্ধ করার দিকে পদক্ষেপ গ্রহণ করা শুরু করছে। যথারীতি সরকারের এই সিদ্ধান্ত নিয়ে জল্পনা চরমে।

অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, কৃষক আন্দোলন নিয়ে কার্যত চাপের মুখে কেন্দ্রীয় সরকার। প্রত্যেকদিন কৃষক আন্দোলনে যেভাবে দলে দলে কৃষকেরা সামিল হচ্ছেন, তাতে ক্রমাগত অস্বস্তি যে বাড়ছে সে কথা পরিষ্কার। অন্যদিকে দেশের বেশীরভাগ সাধারণ মানুষও এবার কৃষকদের হয়ে কথা বলতে শুরু করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক গণ্যমান্য ব্যক্তিরাও কৃষকদের হয়ে মুখ খোলায় কার্যত চাপের মুখে এবার মোদি সরকার। আর তাই কৃষক আন্দোলনের সূত্র ধরে দেশজুড়ে অশান্তি যাতে না ছড়ায়, তার জন্যই নির্দিষ্ট টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার জন্য কড়া পদক্ষেপ এবার মোদি সরকারের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!