এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > এবার টুইটারের কোপে পড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, গুরুতর অভিযোগ তাঁর বিরুদ্ধে

এবার টুইটারের কোপে পড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, গুরুতর অভিযোগ তাঁর বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টরাজনীতির জগতেও সোশ্যাল মিডিয়া এখন বড়োসড়ো হাতিয়ার হয়ে উঠেছে রাজনৈতিক নেতাদের। বিভিন্ন সময়ে বিভিন্ন দলের হেভিওয়েটদের নিজেদের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে দেখা যায়। এহেন পরিস্থিতিতে যদি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে কোনরকম ধাক্কা লাগে, তাহলে তা বড়োসড়ো অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। যেরকম হয়েছে রাহুল গান্ধীর সঙ্গে। সম্প্রতি রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে কর্তৃপক্ষ।

আর এই নিয়ে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর। সম্প্রতি দিল্লিতে ঘটে গেছে একটি নির্মম ঘটনা। একটি নাবালিকা নির্যাতনের ঘটনা নিয়ে এই মুহুর্তে সরব বিরোধীরা। নাবালিকা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। কংগ্রেস নেতা রাহুল গান্ধী নির্যাতিতার পরিবারের সঙ্গেও দেখা করেন। তাঁর উদ্দেশ্য ছিল, দিল্লিতে নাবালিকা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো। নির্যাতিতার বাড়িতে গিয়ে রাহুল গান্ধী কথা বলেছিলেন এবং সহানুভূতি জানিয়েছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সে সময় নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে একটি ছবি তুলে টুইটারে শেয়ার করেন রাহুল। আর তারপরে রাজনৈতিক মহলে কার্যত ঝড় বয়ে যায়। বিজেপি পরিপূর্ণভাবে এই সুযোগ কাজে লাগায়। বিজেপির তরফ থেকে রাহুল গান্ধীর টুইটারে শেয়ার হওয়া এই ছবিকে কেন্দ্র করে বলা হয়, নির্যাতিতার পরিবারের পরিচয় ফাঁস করে দিয়েছেন রাহুল, যা নিয়মবিরুদ্ধ। কার্যত ভারতীয় আইন অনুযায়ী কোন নির্যাতিতার পরিবারের পরিচয় প্রকাশ্যে আনা যায়না।

কিন্তু রাহুল গান্ধী এই আইন ভঙ্গ করেছেন অভিযোগ করে শনিবার টুইটারের তরফ থেকে রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্টটি সাময়িকভাবে সাসপেন্ড করে দেওয়া হয় এবং তার আগে ছবিটি ডিলিট করে দেওয়া হয়। কার্যত এই ঘটনা নিয়ে এবার কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। তাঁদের আক্রমণের লক্ষ্য যে রাহুল গান্ধী, তা আলাদা করে বলে দিতে হয়না। তবে এই ঘটনা কংগ্রেস শিবিরে অস্বস্তির জন্ম দিয়েছে বলে মনে করা হচ্ছে। জাতীয় রাজনীতিতে বিজেপি ও কংগ্রেসের রাজনৈতিক চাপানউতোর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!