এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার উপনির্বাচনেও গেরুয়া শিবিরের বড়সড় হার, জয়ের শুভেচ্ছা জানালেন মমতা ব্যানার্জ্জী

এবার উপনির্বাচনেও গেরুয়া শিবিরের বড়সড় হার, জয়ের শুভেচ্ছা জানালেন মমতা ব্যানার্জ্জী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচন থেকে শুরু হয়েছিল গেরুয়া শিবিরের হার। 200 আসনের লক্ষ্যমাত্রা রেখেও মাত্র 77 এ থেমে যেতে হয় রাজ্যের বিরোধী দল বিজেপিকে। এরপর আসে ভবানীপুরের উপনির্বাচন এবং সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের সাধারণ নির্বাচন। তিনটিতেই বিজেপি গো হারান হারে। আর এবার রাজ্যের চারটি কেন্দ্রের উপনির্বাচন। গত 30 শে অক্টোবর রাজ্যের চারটি কেন্দ্র, যথা- গোসাবা, শান্তিপুর, দিনহাটা এবং খড়দহতে উপনির্বাচন হয়ে যায়।

আজ ফল ঘোষণা। বেলা বাড়ার সাথে সাথে এই চারটি কেন্দ্রেই নিশ্চিত হয়ে গিয়েছে তৃণমূলের জয় এবং গেরুয়া শিবিরের আরো একবার বড়োসড়ো হার। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল 213 টি আসনে জয় লাভ করেছিল। আজকের উপনির্বাচনের ফলাফল ধরলে 213 সঙ্গে আরও চারটি আসন যোগ হয়ে দাঁড়ালো 217। এর সাথে যদি যোগ করা হয় বিজেপি ছেড়ে চলে আসা 5 বিধায়ককে, তাহলে বিধানসভায় এই মুহূর্তে তৃণমূল 222 টি আসন অধিগ্রহণ করেছে বলা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে তৃণমূলের ঝুলিতে অভাবনীয় সাফল্য এবং এই সাফল্য মেনে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চারটি কেন্দ্রে উপ-নির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীদের জন্য ইতিমধ্যেই তিনি টুইট করেছেন এবং জানিয়েছেন, মানুষ রায় দিয়েছে উন্নয়নের পক্ষে। আর এই সূত্রে তিনি আরো একবার কটাক্ষ করেছেন গেরুয়া শিবিরকে। তিনি বলেছেন, এই রাজ্যে ঘৃণার রাজনীতি কোনমতেই চলবে না।

কার্যত আজকে উপনির্বাচনে তৃণমূলের জয় গেরুয়া শিবিরে শ্মশানের নিস্তব্ধতা বয়ে এনেছে বলেই মনে করা হচ্ছে। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন, উপনির্বাচনে বরাবরই ট্রেন্ড শাসকদলের জেতার। কিন্তু গেরুয়া শিবির এত কম ভোটে হারবে সে কথা তিনিও ভাবেননি। সব মিলিয়ে বলা যায়, সময় যত যাচ্ছে ততই এরাজ্যে ক্রমশ পিছিয়ে পড়ছে বিজেপি। আজকের পর গেরুয়া শিবির মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ প্রকাশ করছে রাজনৈতিক মহলেরই অধিকাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!