এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > এবার উত্তর-পূর্বের রাজ্যে কংগ্রেসের ঘরে বড়সড় ভাঙন, এই সুযোগে কি বিজেপি নিজের ঘর সাজাচ্ছে?

এবার উত্তর-পূর্বের রাজ্যে কংগ্রেসের ঘরে বড়সড় ভাঙন, এই সুযোগে কি বিজেপি নিজের ঘর সাজাচ্ছে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ধীরে ধীরে বিজেপি দেশের উত্তর-পূর্বে নিজেদের সংগঠন বৃদ্ধি করছে। কার্যত লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে কংগ্রেস যখন তৈরি হচ্ছে দিল্লিতে, ঠিক সেসময় উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে কংগ্রেস শিবিরে লাগলো ভাঙন। সূত্রের খবর, মণিপুর রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি সহ কংগ্রেসের 8 বিধায়ক যোগ দিতে চলেছেন বিজেপিতে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা তীব্র অস্বস্তির মুখে ঠেলে দিয়েছে কংগ্রেসকে। এতদিন পর্যন্ত মণিপুরের প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন গোবিনদাস কন্ঠুজাম। পাশাপাশি তিনি মনিপুরের বিষ্ণুপুর কেন্দ্রের সাতবারের কংগ্রেস বিধায়ক। গত ডিসেম্বরে তিনি মণিপুরের কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন সোনিয়া গান্ধীর নির্দেশে।

বিভিন্ন রাজ্যের সাথে মণিপুরেও আগামী বছর বিধানসভা নির্বাচন হতে চলেছে। মণিপুর বিধানসভায় আসন সংখ্যা হল 60। সেক্ষেত্রে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিজেপি থেকে বেশি আসন পেয়েছিল ঠিকই। তবে 31 আসন পেতে কংগ্রেস সমর্থ হয়নি। কিন্ত তাও যথারীতি রাজ্য দখল করে বিজেপি। যেখানে কংগ্রেস পায় 28 টি আসন, সেখানে বিজেপি পেয়েছিল 21 টি আসন। অন্যদিকে এনপিএস এবং এপিপি চারটি করে আসন পেয়েছিল। বর্তমানে 56 জন সদস্য রয়েছে মণিপুর বিধানসভায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে বিজেপির আসন সংখ্যা হল 25 এবং কংগ্রেসের আসন সংখ্যা হল 17 । এছাড়াও এনপিপি এবং এনপিএফ এর চারটি করে আসন রয়েছে। পাশাপাশি তৃণমূলের একজন বিধায়ক এবং তিনজন নির্দল বিধায়ক রয়েছে মণিপুর বিধানসভায়। বিজেপি এনপিপি এবং এনপিএফ এবং তিনজন নির্দল সঙ্গী কে সাথে নিয়ে মণিপুরের জোট সরকার পরিচালনা করছে 36 আসন নিয়ে। 24 এর লোকসভা নির্বাচনের আগে জাতীয় রাজনীতিতে কংগ্রেস ঘুরে দাঁড়াবার চেষ্টা চালাচ্ছে।

প্রসঙ্গত, কংগ্রেসের অন্তর্কলহ এবং সাংগঠনিক ভাঙন দলের ঘুরে দাঁড়ানোর পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এবার মণিপুরে যেভাবে কংগ্রেস সভাপতির ও অন্যান্য বেশ কয়েক জন কংগ্রেস বিধায়কের দল ছেড়ে বিজেপিতে যাবার কথা সামনে আসছে, তাতে অস্বস্তি বেড়েছে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের। এই পরিস্থিতি  আটকাতে কংগ্রেস এবার বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে কিনা, সেদিকেই নজর থাকবে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!