এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার উত্তরবঙ্গে বিজেপির অন্দরে কোন্দল, দলীয় সভাপতির বিরুদ্ধে ক্ষুব্ধ দলের একাংশ, বাড়ছে অস্বস্তি

এবার উত্তরবঙ্গে বিজেপির অন্দরে কোন্দল, দলীয় সভাপতির বিরুদ্ধে ক্ষুব্ধ দলের একাংশ, বাড়ছে অস্বস্তি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনের মত বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গে যাতে ভালো ফল করা যায়, তার জন্য উদ্যোগী হয়েছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু নিজেদের অন্তর্কোন্দল এখন সবথেকে বেশি ভাবতে শুরু করেছে গেরুয়া শিবিরকে। জানা গেছে, এবার জলপাইগুড়িতে জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামীর বিরুদ্ধে সরব হয়েছেন দলের একাংশ। ইতিমধ্যেই জেলা সভাপতির পদত্যাগের দাবি করতে শুরু করেছেন তারা। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি জেলায় বিজেপির গোষ্ঠী কোন্দল এভাবে প্রকাশ্যে চলে আসায় এখন নতুন হাতিয়ার পেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। যার জেরে ব্যাপক অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

এদিন জেলা কমিটির বিষয় তুলে ধরে বর্তমান জেলা সভাপতিকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির কিষান মোর্চার প্রাক্তন জেলা সভাপতি নবেন্দু সরকার। তিনি বলেন, “21 জনের জেলা কমিটি গঠন হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মাত্র 4, 5 জনকে নিয়ে এখানে দল চলছে। দলের পুরোনোকর্মীদের কোনো জায়গা নেই। ইতিমধ্যেই অনেকে বসে গিয়েছেন। জেলা সভাপতির অদক্ষতার কারণে বহু কর্মী দল ছাড়ছেন। আমরা রাজ্য নেতৃত্বের কাছে বিষয়টি নিয়ে দরবার করেছি। আমাদের মনে হয়, জেলা সভাপতি যেভাবে দল পরিচালনা করছেন, তাতে তৃণমূল কংগ্রেসের সুবিধা হচ্ছে। যারা নেতৃত্বের সঙ্গে কোনো ইস্যুতে বিরোধ করছেন, তাদের বহিষ্কার করা হচ্ছে। এভাবে দল চলতে পারে না।”

যদিও বা দলের একাংশের এই অভিযোগকে মান্যতা দিতে নারাজ জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী। তিনি বলেন, “আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। কিছু মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। সব দলেই এমনটা হয়। এসব নিয়ে আমি বিচলিত নই।” তবে জেলা সভাপতি যে কথাই বলুন না কেন, বিধানসভা নির্বাচন যখন সামনে, তখন এভাবে তাদের দলের অন্তর্কোন্দল প্রকাশ্যে চলে আসায় রীতিমত অস্বস্তিতে ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই ব্যাপারে বিজেপির অন্তর্কোন্দলকে হাতিয়ার করে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা তৃণমূলের মুখপাত্র দুলাল দেবনাথ বলেন, “বিজেপি মানুষকে ভুল বুঝিয়েছে। ওদের মধ্যে অন্তর্কোন্দল রয়েছে। ওই দলের পুরোনো নেতারা মর্যাদা পাচ্ছেন না। তাই তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। ওদের অনেক নেতাই তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছে। বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ তো দূরের কথা, ওদের কর্মীরাই ওদের সঙ্গে থাকবে না। 50 শতাংশ বুথে ওরা বুথকর্মী দিতে পারবে না।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ইতিমধ্যেই রাজ্যে এসে অমিত শাহ টার্গেট বেঁধে দিয়েছেন, বিজেপিকে 200 আসনে জয়ের লক্ষ্য নিয়ে এগোতে হবে। কিন্তু সেই লক্ষ্য স্থির করার আগেই যেভাবে দলের নেতাকর্মীরা জেলা সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে সরব হচ্ছেন, তাতে অস্বস্তি বাড়ছে ভারতীয় জনতা পার্টির। এখন বিজেপি নিজেদের হিতের কথা চিন্তা করে এই গোষ্ঠী কোন্দলকে মোকাবিলা করতে কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!