এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার ভয় দেখিয়ে বিধবা শিক্ষিকার জমি দখলের চেষ্টার অভিযোগ প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে!

এবার ভয় দেখিয়ে বিধবা শিক্ষিকার জমি দখলের চেষ্টার অভিযোগ প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের ক্রান্তিলগ্নে মুখ্যমন্ত্রী তার অনুগামীদের বারবার নির্দেশ দিয়েছিলেন মানবিক হতে, সচ্ছ হতে, কিন্তু মুখ্যমন্ত্রীর এই হিতোপদেশ অনেক ক্ষেত্রেই ‘অরণ্যে রোদন’ হয়ে ফিরে যাচ্ছে, তাঁর দলের বিভিন্ন সদস্যদের কাছেই । এমনি অভিযোগ বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বারবার উঠে আসছে।

এই আবহে একটি গুরুতর অভিযোগ উঠে এলো মালদহ জেলার ইংলিশ বাজার পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, একজন বিধবা শিক্ষিকার বাড়ি ও জমি তিনি অন্যায়ভাবে দখলের অপচেষ্টা করেছেন। প্রসঙ্গত ইংলিশ বাজার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শম্পা সাহা বসাকের স্বামী মলয় বসাক একজন নামজাদা তৃণমূল নেতা হিসেবেও এলাকায় বিশেষভাবে পরিচিত আছেন।

স্থানীয় সংবাদ সূত্র অনুযায়ী, লিনা সরকার নামে এক শিক্ষিকার তাঁর বসত বাড়ি ও বাড়ির জমি দখলের চেষ্টার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন জনৈক তৃণমূল নেতা মলয় বসাকের বিরুদ্ধে। এ প্রসঙ্গে শিক্ষিকা লিনা সরকার জানিয়েছেন, “মাস দুয়েক আগে আমার স্বামী মারা গিয়েছে। আমি নিঃসন্তান। স্বামী জীবিত থাকাকালীনই কাউন্সিলরের স্বামী এবং তাঁর দলবল আমাদের উপর নানাভাবে অত্যাচার চালিয়েছে। বর্তমানে আমার বাড়ি দখলের চেষ্টা চলছে। মলয়বাবু আমাকে হুমকি দিচ্ছেন। বাধ্য হয়ে আমি পুলিস, প্রশাসন এবং তৃণমূলের কাছে অভিযোগ জানিয়েছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, শিক্ষিকা লিনা সরকারের বসতবাড়ি দখলের এই গুরুতর অভিযোগটি পুলিশ প্রশাসনসহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব জ্ঞাত হলেও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা মলয় বসাক। উপরন্তু তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের পেছনে তিনি বিরোধী দলের গোপন চক্রান্ত তথা ষড়যন্তের দাবি করেছেন।

এ প্রসঙ্গে মলয় বসাক জানিয়েছেন যে, বেশ কয়েক মাস আগে শিক্ষিকা লিনা সরকারের শ্বশুরের মৃত্যু ঘটেছিল। সে সময়ে শিক্ষিকা লিনা সরকারের সঙ্গে তাঁর ননদের বেশ কিছু বিষয়ে মনমালিন্য তথা বিরোধ ঘটে। আর এই বিরোধে ননদের পক্ষ অবলম্বন করায় লীনাদেবী ষড়যন্ত্র করে মলয় বাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

এমনটাই মলয়বাবুর দাবি। লিনা দেবী সম্পর্কে তিনি আরো অভিযোগ করেছেন যে, নিকটস্থ প্রতিবেশীদের সঙ্গেও লীনাদেবীর সম্পর্ক তেমন একটা মধুর নয়। এ ব্যাপারে তিনি আরও জানিয়েছেন যে, লীনাদেবীর কয়েকজন প্রতিবেশী ইতিমধ্যেই লীনাদেবীর বিরুদ্ধে বিভিন্ন স্থানে একাধিকবার নানা স্মারকলিপি দায়েরও করেছেন।

বাড়ি দখলের এই অভিযোগ প্রসঙ্গে মালদহ পুলিশ সুপার অলক রাজুরিয়া জানিয়েছেন, “অভিযোগ খতিয়ে দেখার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”  অন্যদিকে এই অভিযোগ প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসুর বক্তব্য, ” দলের কাছে দুই তরফের পক্ষ থেকেই অভিযোগ জমা পড়েছে। জেলা সভানেত্রী মৌসম নুর অভিযোগ খতিয়ে দেখবেন। পুলিসকে নিরপেক্ষ তদন্তের জন্য বলা হয়েছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!